ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্মত্ত জনতা দখল করেছে গণভবন। একই সঙ্গে সেখানে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। করা হচ্ছে হত্যাও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত।
বাংলাদেশ নিয়ে কী বললেন কঙ্গনা?
এদিন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে কঙ্গনা বলেন ইসলামিক রাষ্ট্রে সংখ্যাগুরুদের প্রবণতা থাকে অন্য ধর্মকে সেই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন বলেন, 'সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ নাহয় কাল ঘটেই। ইসলাম প্রধান দেশে সবসময়ই একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণ ভাবে শেষ করে দেওয়ার।' তবে কঙ্গনার বিশ্বাস যাই হোক না কেন সন্তান ধর্মের বাতি কখনই নেভে না। সেটা জ্বলতেই থাকে।
কী ঘটেছে বাংলাদেশে?
সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।
আরও পড়ুন: OTT, অনলাইন খবরেও এবার লাগাম পরানো হবে! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ - জটিলতা