বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut-Javed Akhtar: ‘এক্কেবারে ঘরে ঢুকে মেরে এলেন’! অতীত ভুলে জাভেদ আখতারের উদ্দেশ্যে লিখলেন কঙ্গনা

Kangana Ranaut-Javed Akhtar: ‘এক্কেবারে ঘরে ঢুকে মেরে এলেন’! অতীত ভুলে জাভেদ আখতারের উদ্দেশ্যে লিখলেন কঙ্গনা

জাভেদ আখতার-কঙ্গনা রানাওয়াত

‘যখনই আমি জাভেদ সাবের কবিতা শুনি আমার মনে হয় দেবী সরস্বতী সত্যিই ওঁকে আশীর্বাদ করেছেন, কিন্তু দেখুন একজন ব্যক্তির মধ্যে অবশ্যই কিছু সত্য থাকে, আর সে কারণে তাঁর মধ্যে দেবত্ব বাস করে। জয় হিন্দ জাভেদ আখতার সাব। উনি তো একপ্রকার বাড়িতে ঢুকে মেরে এলেন।’

২৬/১১-র মুম্বই হামলার চক্রীরা তো পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। খোদ লাহোরে বসে পাক সরকারের সমালোচনা করে জাভেদ আখতার যখন অবলীলায় কথাগুলো বলে যাচ্ছিলেন, তখন একপ্রকার সকলেই অবাক! বর্ষীয়ান গীতিকারের মুখে এমন কথা শুনে ঠিক কী বলবেন বুঝতে পারছিলেন না অনুষ্ঠানে উপস্থিত প্রশ্নকর্তারা। সম্প্রতি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেও ভারতীয় নেট নাগরিকরা জাভেদ আখতারের সাহসের প্রশংসায় পঞ্চমুখ।

জাভেদ আখতারের এমন মন্তব্য নজর এড়ায়নি কঙ্গনা রানাওয়াতেরও। যিনি কিনা এর আগে বহুবার বিভিন্ন বিষয়ে জাভেদ আখতারকে আক্রমণ করেছেন, এবার সেই কঙ্গনাই গীতিকারের প্রশংসায় পঞ্চমুখ। জাভেদ আখতারের মন্তব্যের ভিডিয়ো রি-টুইট করে লিখেছেন, ‘যখনই আমি জাভেদ সাবের কবিতা শুনি আমার মনে হয় দেবী সরস্বতী সত্যিই ওঁকে আশীর্বাদ করেছেন, কিন্তু দেখুন একজন ব্যক্তির মধ্যে অবশ্যই কিছু সত্য থাকে, আর সে কারণে তাঁর মধ্যে দেবত্ব বাস করে। জয় হিন্দ জাভেদ আখতার সাব। উনি তো একপ্রকার বাড়িতে ঢুকে মেরে এলেন।’

পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি মনে করিয়ে দেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা ভারতীয়রা বহু বছর পরেও ভুলতে পারেননি। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদ আখতারকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের উপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন।’ তাঁর কথার প্রসঙ্গ ধরেই জাভেদের আখতার তখন বলেন, ২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিশর নেই। ওরা এখনও আপনার দেশেই রয়েছেন, তাই কোনও ভারতীয় এই বিষয়ে অভিযোগ করলে আপনার ক্ষুব্ধ হওয়া উচিত নয়।'

প্রসঙ্গত, জাভেদ আখতারের সঙ্গে এর আগে কঙ্গনার সম্পর্ক মোটেও সৌহার্দপূর্ণ নয়। ২০২০ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মানলা করেছিলেন জাভেদ আখতার। অভিযোগ ছিল, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় কোনওরকম কারণ ছাড়াই তাঁর নাম জড়িয়েছেন কঙ্গনা। পাল্টা অভিনেত্রীও জাভেদের বিরুদ্ধে 'ভয় দেখানোর' অভিযোগ নিয়ে আদালতে পাল্টা অভিযোগ জানিয়েছিলেন। কঙ্গনার অভিযোগ ছিল, জাভেদ আখতার তাঁকে তাঁর সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক হৃতিক রোশনের কাছে লিখিত ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। অভিযোগ ছিল, রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ আখতার। অভিযোগ ছিলি গীতিকার পরিষ্কার ভাষায় তাঁকে হৃত্বিকের কাছে ক্ষমা চেয়ে নিতে, না হলে তাঁর কাছে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা থাকবে না। হঠাৎ পুরনো তিক্ততা ভুলে কঙ্গনা জাভেদ আখতারের প্রশংসা করায় অবাক নেটপাড়া।

বায়োস্কোপ খবর

Latest News

এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.