বাংলা নিউজ > বায়োস্কোপ > Emergency: ‘ইন্দিরাই ইন্ডিয়া…’, ইন্দিরা গান্ধীর জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে পর্দায় কঙ্গনা, রইল এমার্জেন্সির ট্রেলার

Emergency: ‘ইন্দিরাই ইন্ডিয়া…’, ইন্দিরা গান্ধীর জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে পর্দায় কঙ্গনা, রইল এমার্জেন্সির ট্রেলার

‘ইন্দিরাই ইন্ডিয়া…’, ইন্দিরা গান্ধীর জমানার ‘অন্ধকার ইতিহাস’ নিয়ে পর্দায় কঙ্গনা, প্রকাশ্যে এমার্জেন্সির ট্রেলার

Emergency trailer: স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রকাশ্যে এল কঙ্গনার বহুপ্রতিক্ষীত ছবি এমার্জেন্সির ট্রেলার। ইন্দিরা গান্ধীর ভূমিকায় চমকে দিলেন বিজেপি সাংসদ। 

যখন এই ছবির শ্যুটিং হয়, তখন কেবল গেরুয়া শিবিরের অনুরাগী হিসাবে পরিচিত ছিলেন কঙ্গনা রানাওয়াত। তবে গত কয়েকমাসে বদলে গিয়েছে অনেককিছু। এখন কঙ্গনা বিজেপির সাংসদ। আর সংসদে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর নায়িকার প্রথম রিলিজ হতে চলেছে ‘এমার্জেন্সি’। 

এই ছবিতে দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই ছবির পরিচালক তথা প্রযোজক। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনার, ছবির ট্রেলারেও কঙ্গনার উপর থেকে চোখ সরানো দায়। আপনি কঙ্গনার ভক্ত হন কিংবা না হন, কিন্তু তাঁর অভিনয়ের ভক্ত আপনাকে হতেই হবে! 

 'গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময়ের' ঝলক হিসাবে এমার্জেন্সি পিরিয়ডকে ছবির ট্রেলারে তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, কুর্সি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপোলি পর্দায়। 

ইমার্জেন্সি ট্রেলারে দেখানো হয়েছে, রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক, কেমনভাবে ‘বোবা পুতুল’-এর তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলারে। 

দেখুন এমার্জেন্সি ট্রেলার:

 

জরুরি অবস্থা সম্পর্কে

সম্প্রতি নির্মাতারা পিরিয়ড ছবিটির নতুন মুক্তির তারিখ উন্মোচন করেছেন। কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণেই সিনেমার রিলিজ ডেট পিছানো হয়েছিল। হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর, অভিনেত্রী একটি পোস্টার সহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। চলতি বছর ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি।

অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিকসহ একাধিক দুঁদে অভিনেতারা থাকছেন এই ছবিতে।

এমার্জেন্সি' প্রসঙ্গে কঙ্গনা এর আগে বলেন, ‘জরুরী অবস্থা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অন্ধকারতম অধ্যায়, যেকথা তরুণ ভারতের জানা দরকার। এটা একটি গুরুত্বপূর্ণ গল্প। আমি প্রয়াত সতীশজি, অনুপমজি, শ্রেয়াস, মহিমা এবং মিলিন্দের মতো অত্যন্ত প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে এই সৃজনশীল যাত্রা শুরু করি, এজন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। ভারতের ইতিহাসের এই অসাধারণ পর্বটি বড় পর্দায় আনতে পেরে আমি উচ্ছ্বসিত। জয়হিন্দ!’

সম্প্রতি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, ‘তার জীবন ছিল শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডির মতো। এটা বিচার বা মূল্যায়ন করা আমাদের কাজ নয়। লোকেরা যখন ছবিটি দেখবে তখন তারা বুঝতে পারবে যে এটি জরুরি অবস্থার বিষয়ে এত সৎ পদক্ষেপ, কী কারণে এটি ঘটেছিল এবং শেষ পর্যন্ত তার ফল কী হয়েছিল’। কঙ্গনা আগে স্পষ্ট করেছেন এই ছবি ইন্দিরার বায়োপিক নয়। ছবির ট্রেলার দেখে ভক্তদের মতে, কঙ্গনার পাঁচ নম্বর জাতীয় পুরস্কার কার্যত পাকা। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.