প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই চমক! মান্ডি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে এবার বিজয়ী হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তারপরই এদিন তিনি ভারতের কাজের কালচারের বিষয়ে কথা বললেন। জানালেন ভারতকে উন্নত করতে চাইলে, দেশের উন্নতি চাইলে সকলের উচিত নিজের কাজকে ভালোবাসা, বেশি সময় দেওয়া।
আরও পড়ুন: ইটের জবাব পাথর! রেস্তোরাঁর মালিকের পর এবার তাঁর নামে পাল্টা FIR করলেন সোহম!
কাজের বিষয় নিয়ে ঠিক কী বলেছেন কঙ্গনা রানাওয়াত?
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই কাজ করার কথা বলেছিলেন দেশের উন্নতির স্বার্থে। এদিন বলিউডের কুইন সেই ভিডিয়ো শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে তিনি লিখলেন, 'অতিরিক্ত কাজ করাটাকে এবার নর্মালাইজ করা উচিত। শনি রবিবারের জন্য অপেক্ষা করা, সোমবার নিয়ে নানা মজার মিম বানানো বন্ধ করা হোক।' তাঁর মতে এসব হল পশ্চিমী দেশগুলোর ব্রেনওয়াশ করা কথাবার্তা। ভারত যেহেতু এখনও অত উন্নত হয়নি তাই এগুলো মানা ঠিক নয় বলেই দাবি করেছেন কঙ্গনা।
আরও পড়ুন: বুদ্ধি - যুক্তি - তক্কো বাদ, জ্বালাপোড়া গরমে ফুরফুরে বাতাস বয়ে আনল জিৎ - রুক্মিণীর ‘বুমেরাং’
এই বিষয়ে কী বলেছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি?
প্রসঙ্গত এর আগে এই বিষয়ে কথা বলেছিলেন ইনফোসিসেরনারায়ণ মূর্তিও। তিনি বলেছিলেন ভারতের প্রোডাক্টিভিটি রেট নাকি খুবই কোন। জাপান, চায়নার মতো দেশের সঙ্গে পাল্লা দিতে চাইলে কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে বলেও তিনি দাবি করেছিলেন।
আরও পড়ুন: কঙ্গনাকে ঠাটিয়ে চড় মহিলা CISF জওয়ানের, আনন্দে রাজপথে মিষ্টি বিলোচ্ছেন এক ব্যক্তি! দেখুন কাণ্ড
আরও পড়ুন: 'আশা করব আপনি...' যাদবপুর থেকে জিততেই সায়নীকে নালিশ ভাস্বরের, কোন পরিষেবা চাইলেন অভিনেতা?
এই বিষয়ে আরও একটি তথ্য দিয়ে রাখা ভালো, ভোটে জয়ী হওয়ার পরই কঙ্গনা যখন সেখান থেকে ফিরছিলেন তখন চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ান তাঁকে কষিয়ে থাপ্পড় মারেন। এই বিষয়ে বিস্তর জলঘোলা হয়েছে।