বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Ranaut: বোঝ কাণ্ড! সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়ে রাগল কঙ্গনা, মামলার হুমকি ফিল্মফেয়ারকে

Kangana Ranaut: বোঝ কাণ্ড! সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়ে রাগল কঙ্গনা, মামলার হুমকি ফিল্মফেয়ারকে

থলাইভির জন্য সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়েই খচে লাল কঙ্গনা ফিল্মফেয়ারের উপরে

কঙ্গনা রানাওয়াতের ইনস্টা স্টোরি দেখে সত্যি যে কেউ অবাক হতে পারেন। থলাইভি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর নমিনেশন পেতেই রেগে আগুন হলেন তিনি। 

আপনাকে কেউ পুরস্কার দেবে বলল, আর আপনি বললেন তাঁদের নামে মামলা করবেন! ভাবুন তো ব্যাপারটা ঠিক কেমন হবে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা তাই না? ঠিক তেমনটাই করলেন কঙ্গনা রানাওয়াত। ফিল্মফেয়ার ম্যাগাজিনের তরফ থেকে কঙ্গনাকে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাঁর থালাইভি ছবিটির জন্য। আর এতেই মামলা করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। আর সেটার কারণও তিনি জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখলেন, ‘সেই ২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত এবং সম্পূর্ণ ভুলভাল ফিল্মফেয়ারকে ব্যান করেছি আমি। কিন্তু সেই থেকেই আমার কাছে ফোন আসছে ক্রমাগত আর বলছে ওদের অ্যাওয়ার্ড শো-তে যোগ দিতে। আর এই বছর ওরা আমাকে থলাইভি-র জন্য অ্যাওয়ার্ড দিতে চায়। আমি এটা ভেবে অবাক হলাম যে ওরা আমাকে এখনও নমিনেশন দেয়। এটা আমার মর্যাদা ও নীতিবোধকেকে খাটো করে, এমন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া। তাই ফিল্মফেয়ারের নামে আমি মামলা করব ঠিক করেছি।’ আরও পড়ুন: মরেও মরল না গুনগুন, ফিরে এল ‘খড়কুটো’ পরিবারে, শেষ দিনে বড় টুইস্ট

প্রসঙ্গত কঙ্গনা রানাওয়াতকে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে থলাইভি সিনেমার জন্য; কিয়ারা আডবানি, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু, বিদ্যা বালনদের সঙ্গে। তাঁর কো-স্টার রাজ অর্জুনও নমিনেশন পেয়েছেন সহ-অভিনেতার বিভাগে। 

শুধু ফিল্মফেয়ার নয় অস্কার আর এমি অ্যাওয়ার্ডকেও বয়কট করার ডাক দিয়েছেন কঙ্গনা, ভারতের নাইটিঙ্গেল প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরকে ট্রিবিউট না দেওয়ার কারণে। সেই সময় কঙ্গনা বলেন, ‘সেই সমস্ত লোকাল অ্যাওয়ার্ড যারা নিজেদের আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করে, তাঁদের বিরুদ্ধে আমাদের উচিত পদক্ষেপ নেওয়া। অস্কার আর গ্র্যামি ব্যর্থ হয়েছে ভারতরত্ন লতা মঙ্গেশকরকে যথাযোগ্য সম্মান দিতে। আমাদের মিডিয়ার উচিত সম্পূর্ণভাবে এদের বয়কট করা।’ আরও পড়ুন: এই বিশেষ কারণে নিজের নামের সঙ্গে কাপুর জুড়তেই হল আলিয়াকে, ফাঁস করলেন নায়িকা!

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধি। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে। সূত্রের খবর থাকবে অপারেশন ব্লু স্টারও। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। এখন দেখার পরপর ব্যর্থটার পর ইন্দিরার হাত ধরে সাফল্য পান কি কঙ্গনা।

 

বন্ধ করুন