গত ১ সপ্তাহ হল মুক্তি পেয়েছে ‘ইমার্জেন্সি’। সেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন টলিউডের ঋষি কৌশিক। যদিও বিষয়টি নিয়ে ছবি মুক্তির আগে পর্যন্ত কোনও কথাই বলেননি তিনি। অবশেষে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। অবশেষে কঙ্গনার ছবিতে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন ঋষি।
বৃহস্পতিবার নিজের ফেসবুকের পাতায় বেশকিছু ছবি শেয়ার করেছিলেন ঋষি কৌশিক। যেখানে বঙ্গবন্ধুর চরিত্রের জন্য মেকআপ করতে দেখা যাচ্ছে ঋষিকে। আরও একটি ছবিতে পরিচালক কঙ্গনা রানাওয়াতের পাশে দেখা মিলেছে অভিনেতার। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে ঋষি কৌশিক আনন্দবাজারকে বলেন, ২০২২ সালে কঙ্গনা রানাওয়াতের প্রযোজনা সংস্থার তরফে তাঁর কিছু ছবি চাওয়া হয়েছিল। পরে জানতে পারেন, তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছে। তবে ঋষি কৌশিকের কথায় তিনি একটু অবাকই হয়েছিলেন, কারণ বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর কোনও মিল নেই। এরপর একদিন তাঁকে লুক টেস্টের জন্য মুম্বইতে ডাকা হয়।
আরও পড়ুন-১১তলায় শোবার ঘরে ছিলেন তিনি ও করিনা, পুলিশের কাছে বয়ান রেকর্ড করলেন সইফ, আর কী কী জানালেন?
ঋষি কৌশিকের কথায়, ‘মেকআপের পর নিজেকে চিনতেই পারছিলাম না। মেকআপ শিল্পীরা ৯০ শতাংশ লুকই মিলিয়ে দিয়েছিলেন।’ অভিনেতাা জানিয়েছেন প্রস্থেটিক মেকআপের জন্য প্রায় ৩ ঘণ্টা লাগত। ঋষি কৌশিক জানিয়েছেন, তিনি এখনও ছবিটি দেখেননি, তবে তাঁর পরিচিত যাঁরা আগে থেকে বিষয়টি জানতেন অনেকেই ছবিটা দেখে প্রশংসা করেছেন। আবার অনেকেই বঙ্গবন্ধুর চরিত্রে ঋষিকে দেখা নাকি চিনতেও পারেননি বলে জানিয়েছেন অভিনেতা। ছবির জন্য ঋষি কৌশিকের যেদিন লুক টেস্ট হয়েছে, সেই একই দিনে নাকি শ্যাম মানেকশ-র জন্য মিলিন্দ সোমনেরও লুক টেস্ট হয় বলে জানাচ্ছেন টলিপাড়ার এই অভিনেতা।
'ইমার্জেন্সি'তে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন কঙ্গনা রানাওয়াত। আবার ছবির পরিচালকও তিনি। কঙ্গনা প্রসঙ্গে ঋষি জানান, ‘অসাধারণ একজন মানুষ। ইউনিটের থেকেই জানতে পারি বঙ্গবন্ধুর চরিত্রে নাকি উনিই আমাকে নির্বাচন করেছেন।’ ঋষি জানান, শ্যুটিংয়ে অভিনয়ের জন্য কঙ্গনা স্বাধীনতা দিয়েছিলেন। এছাড়াও শ্যুটিংয়ে অবাঙালি অভিনেতাদের বাংলা বলতে অসুবিধা হচ্ছিল, তবে তিনি বাঙালি বলে কঙ্গনা তাঁকে দায়িত্ব দেন অবাঙালি অভিনেতাদের সাহায্য করার জন্য। এমনকি ডাবিংয়ের জন্য তাঁকে তাঁর মতো করে বুঝে ডাবিং করতে বলেছিলেন কঙ্গনা।
'ইমার্জেন্সি' কিছুটা অংশের শ্যুটিং হয় অসমে। আর ঋষি কৌশিক অসমের ছেলে জানতে পেরে পরিচালক কঙ্গনা তাঁকে তাঁর কলেজ জীবনের নানান গল্প বলেছেন। তাঁর কলেজে অসমের বেশকিছু বন্ধু নাকি ছিলেন। তাঁদের সঙ্গে এখনও যোগাযোগও নাকি রয়েছেন কঙ্গনার।