কর্মসূত্রে মুম্বইতে আসতে হলেও বেশিরভাগ সময়টাই নিজের হোমটাউন মানালিতেই কাটে কঙ্গনার। হিমচলপ্রদেশের মানালিতে কঙ্গনার বাড়িটি সত্যিই স্বপ্নের মতো সুন্দর। কঙ্গনার এই মানালির বাড়ির সঙ্গে রয়েছে শিবমন্দির। যে মন্দিরের ভিনটেজ দরজাটি বিশেষভাবে মন কাড়ে।
সম্প্রতি, ইনস্টাগ্রাম স্টোরিজে বাড়ির মন্দিরের একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। লিখেছেন, কনিষ্ক লালজি থেকে আনা এই ভিনটেজ দরজাটি আমার বাড়ির এই মন্দিরকে আরও বেশি ঐশ্বরিক করে তুলেছে। নিজের পোস্টের সঙ্গে একটা হার্ট ও ফুলের তোড়ার ইমোজি যোগ করেছেন অভিনেত্রী। কঙ্গনার পোস্টে দেখা যাচ্ছে তাঁর বাড়ির মন্দিরের দরজাটি বেশ পুরনো আমলের। যেখানে বেশকিছু হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। যেখানে গণেশ, দুর্গা এবং আরও কিছু দেবদেবীর হাতে আঁকা ছবি রয়েছে। আর এই ভিনটেজ দরজাটি পুরোটাই কাঠের তৈরি।
আরও পড়ুন-পালিয়ে বিয়ে! গার্লফ্রেন্ডের গলায় মালা দিয়ে নতুন গান বাঁধলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর
আবার, মন্দিরের দেওয়ালে ভগবান গিরিরাজের ফ্রেমবন্দি একটি ছবিও দেখা যাচ্ছে। ভিনটেজ কাঠের দরজা বাম দিকে দেওয়ালে একটা কাঠের পেইনটিং রয়েছে। মন্দিরের ভিতরে একটা সারেগামা কার্ভন সেটও দেখা যায়, আপাতদৃষ্টিতে যেটি ভজন এবং আরতির জন্য বাজানো হয়ে থাকে।
তবে এই প্রথম নয়, কঙ্গনা তাঁর সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রায়দিনই বাড়ির মন্দির থেকে থেকে শুরু করে মানালির বাড়ির আনাচ-কানাচের ছবি ও ভিডিয়ো পোস্ট করেন।
এর আগে ২০২১-এ কঙ্গনা হিন্দু নববর্ষ উপলক্ষে তাঁর বাড়ির মন্দিরের আরও একটা ঝলক শেয়ার করেছিলেন। সেবার মন্দিরে ছবি দিয়ে তিনি লিখেছিলেন, ‘সবাইকে গুড়িপাড়োয়ার শুভেচ্ছা জানাই... এই যে দেবীর ছোট্ট একটা ছবি যেটা আমি হাতে ধরে রয়েছি, এটা আমায় বাড়ি ছাড়ার আগে মা দিয়েছিলেন... । বলেছিলেন, অনেক কিছু হারিয়েছেন, কিন্তু এটা তাঁর কাছে থেকে গিয়েছে। আমি বিশ্বাস করি, উনিই আমার দেখাশোনা করছেন... (নবরাত্রি চলাকালীন), আপনি যদি না জানেন কী করবেন, আপনার মায়ের পূজা করুন এবং তাঁর আশীর্বাদ নিন।’
কাজের ক্ষেত্রে কঙ্গনাকে শেষবার 'তেজস'-এ দেখা গিয়েছে। যেট সুপার ফ্লপ। খুব শীঘ্রই নিজের প্রযোজনায় ইমার্জেন্সি ছবিতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।