কিছুদিন আগে কঙ্গনা রানাওয়াত, অভিনেত্রী এবং মান্ডি কেন্দ্র থেকে বিজয়ী হওয়া বিজেপির এমপি প্রশ্ন তুলেছিলেন যে তাঁকে গত ৬ জুন চণ্ডীগড় বিমানবন্দরে CISF জওয়ান কুলবিন্দর সিং যে চড় মেরেছিল সেটার প্রতিবাদে কী করা হচ্ছে? আর জবাবে এদিন সিভিল এভিয়েশনের কেন্দ্রীয় মন্ত্রী মুরলিধর মহল জানান CISF এর তরফে বর্তমানে তাঁদের জওয়ানদের উপর নজরদারি চালানো হচ্ছে। মূলত যাঁরা বিমানবন্দরে পোস্টেড রয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন, কী ফলো করছেন, সেখানকার কোনও কিছুর নেতিবাচক জিনিস তাঁদের উপর প্রভাব ফেলছে কিনা এসব দেখা হচ্ছে।
আরও পড়ুন: ছেলের এক বছর পূর্ণ হতেই আদুরে ছবি পোস্ট ইলিয়ানার! শুভেচ্ছা জানিয়ে লিখলেন 'ঠিক এক বছর আগেই...'
এদিন এই তথ্য লোকসভায় বৃহস্পতিবার জানান কেন্দ্রীয় মন্ত্রী। CISF জওয়ানরা যাতে প্রোফেশনাল ব্যবহার বজায় রাখেন, ঠিক মতো নিজেদের কাজ করেন তার জন্য তাঁদের সোশ্যাল মিডিয়া কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে ইউনিট, জোন এবং সেক্টর লেভেলে।
আরও পড়ুন: টেলর সুইফটের কনসার্টেই প্রেমের গুঞ্জনে সিলমোহর! শাড়ি পরে আদিত্যর বাহুলগ্না হয়ে ধরা দিলেন অনুষা
একই সঙ্গে জানা গিয়েছে CISF এর তরফে মেন্টর এবং বাডি পেয়ার সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে প্রতিটি ইউনিটে। আর এটার সাহায্যেই দেখা হবে যে প্রতিটি CISF জওয়ানের মানসিক অবস্থা কেমন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা কিছু।
এছাড়া CISF জওয়ানদের জন্য পার্সোনাল ইনফরমেশন সিস্টেম তৈরি করা হয়েছে, এটি একটি ওয়েব ভিত্তিক প্রজেক্ট। এটার মাধ্যমে সুপারভাইসররা CISF জওয়ানদের ব্যক্তিগত এবং কর্মজীবনের প্রোফাইলকে মেন্টেন করবেন এবং নজরদারি চালাবেন।
আরও পড়ুন: 'একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে...' বিগ বস OTT ৩ জয়, তবুও কেন এমনটা বললেন সানা?
কুলবিন্দরের কাছে চড় খাওয়ার পর কঙ্গনা প্রশ্ন তুলেছিলেন যে CISF জওয়ানদের আচরণ মনিটর করার জন্য কী করা হচ্ছে? তখনই এই কথা কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়।