বাংলা নিউজ > বায়োস্কোপ > শিবসেনার হুমকির তোয়াক্কা না করে মুম্বই পৌঁছে গেলেন কঙ্গনা
মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। তবে নির্দিষ্ট সময়েই মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এয়ারপোর্টে পৌঁছান কঙ্গনা। অভিনেত্রীর সঙ্গে ছিল ওয়াই ক্যাটেগরির সুরক্ষা।
বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল শিবসেনার বাহিনী। অন্যদিকে কঙ্গনার সমর্থনে মুম্বই এয়ারপোর্টে গলা ফাটাতে দেখা গেল করনি সেনাকে। এয়ারপোর্ট থেকে এদিন সোজা খারে নিজের বাড়িতে পৌঁছান কঙ্গনা। অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেলও।