বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রয়াত বিখ্যাত কন্নড় অভিনেত্রী

প্রয়াত বিখ্যাত কন্নড় অভিনেত্রী

কন্নড় অভিনেত্রী জয়ন্তী (ছবি সংগৃহীত)

কন্নড়, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। ১৭টি কন্নড় স্টেট ফিল্ম অ‌্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদক সহ একাধিক পুরস্কার পেয়েছেন তিনি।

প্রয়াত প্রবীণ কন্নড় অভিনেত্রী জয়ন্তী। সোমবার বেঙ্গালুরুতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে কৃষ্ণ কুমার। দীর্ঘ দিন ধরে বার্ধক‌্যজনিত সমস‌্যা সহ নানা রোগে ভুগছিলেন তিনি। 

গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্তী। ‘অভিনয়া শরাধে’ নামে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি। কন্নড়ের পাশাপাশি হিন্দি, মারাঠি ছবিতেও কাজ করেন। জয়ন্তীর পুত্র কৃষ্ণ কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মা অসুস্থতা থেকে সেরে উঠছিলেন। কিন্তু আজ সকালে ঘুমের মধ‌্যে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।’ 

অভিনেত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। বিভিন্ন রাজনৈতিক ব‌্যক্তিত্ব, তারকা ব্যক্তিত্বরা সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

১৯৬৩ সালে কন্নড় ভাষার ‘জেনু গুড়ু’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু করেন তিনি। ১৭টি কন্নড় স্টেট ফিল্ম অ‌্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদক সহ একাধিক পুরস্কার পেয়েছেন। কন্নড়, তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কন্নড় ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ‌্যাতি রয়েছে।অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

 

 

বন্ধ করুন