তিনি বলিউড সুপারস্টার। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ার তাঁর। তবে জীবনে এই প্রথমবার তেলুগু ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন আক্কি। ছবির নাম 'কান্নাপ্পা'। এখবর অবশ্য পুরনো। গত বছর (২০২৪) এপ্রিলেই অক্ষয়ের 'কান্নাপ্পা'তে অভিনয়ের কথা প্রকাশ করেছিলেন ছবির নির্মাতারা। তবে অবশেষে সামনে এল আক্কির 'কান্নাপ্পা' লুক।
একহাতে ত্রিশূল, অন্যহাতে ডমরু, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, আর কোমরে বাগছাল। ত্রিশূলটি ছুড়ে দেবেন, এমন ভঙ্গিমাতেই সেটি ধরে রয়েছেন। সোমবার সকালে এভাবেই শিবের অবতারে সামনে এলেন অক্ষয় কুমার। আর এটাই তাঁর তেলুগু ছবি 'কান্নাপ্পা'র লুক। সেটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুপারস্টার লেখেন, ‘কান্নাপ্পা-র জন্য মহাদেবের পবিত্র আভায় পা রাখা। এই মহাকাব্যিক কাহিনীকে জীবন্ত করে তুলতে পেরে সম্মানিত। ভগবান শিব আমাদের এই ঐশ্বরিক যাত্রায় পথ দেখান। ওম নমঃ শিবায়!’
আরও পড়ুন-বিগ বস-১৮ ফাইনালে হাজির হলেও শ্যুটিং না করেই ফিরে যান অক্ষয়, কিন্তু কেন? মুখ খুললেন সলমন
এদিকে অক্ষয় ছবির পোস্টার শেয়ার করার পরইপরই তাঁর এই লুক নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। একজন লেখেন, ‘এই চরিত্রে অক্ষয়কে দেখার অপেক্ষায় রয়েছি।’ কারোর কথায়, ‘লুকটা চমৎকার! এবার বাকিটা দেখার অপেক্ষায়’, কেউ আবার লিখেছেন, ‘হরহর মহাদেব’। কারোর মন্তব্য, 'এটা অক্ষয়ের সেরা পছন্দ'। আবার অনেকেই অভিনেতাকে এই ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
প্রসঙ্গত মোহন বাবু প্রযোজিত 'কান্নাপ্পা' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মাঞ্চু। এছাড়াও ছবিতে রয়েছেন প্রভাস, অক্ষয় কুমার, মোহনলাল, শরৎকুমার, মধু, মোহন বাবু, কাজল আগরওয়াল এবং ব্রহ্মানন্দনের মতো তারকারা। ভগবান শিবের উপর ভিত্তি করে পৌরাণিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। আক্কি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। জানা যাচ্ছে, চলতি বছরের ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। শিবভক্ত কান্নাপ্পাকে কেন্দ্র করে এই ছবির গল্প আবর্তিত হবে। ২০২৩ সালেই নিউ জিল্যান্ডে এই ছবির কিছু শ্যুটিং হয়।
প্রসঙ্গত, তেলুগু ছবিতে প্রথমবার অভিনয় করলেও এর আগে একাধিক আঞ্চলিক ভাষার ছবিতে কাজ করেছেন অক্ষয়। এর আগে পাঞ্জাবি ছবি ‘ভাজি ইন প্রবলেম’-এ (২০১৩ সাল) ক্যামিও চরিত্রে অভিনয় করেন অক্ষয়। রজনীকান্ত ও ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে ‘টু পয়েন্ট জিরো’ (২০১৮ সাল) নামের তামিল ছবিতেও খল চরিত্রে দেখা গিয়েছিল খিলাড়ি কুমারকে। আর এবার তিনি পা রাখছেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে।