তিনি বলিউডের অরিজিন্যাল ‘কাঁটা লগা গার্ল’। নব্বইয়ের দশকে বেড়ে ওঠা তরুণদের ক্রাশ শেফালি জরিওয়ালা। সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করে চর্চায় বিগ বস ১৩ খ্যাত এই প্রতিযোগী। বলিউডের বহু নায়িকা হালে ‘ভুল অ্যাঙ্গেলে’ ছবি তোলা নিয়ে প্রতিবাদী হয়েছেন। নিতম্ব অর্থাৎ পশ্চাৎদেশ কিংবা বক্ষবিভাজিকায় ‘জুম’ করে পাপারাৎজিদের ছবি তোলা নিয়ে তুলোধনা করেছেন বিপাশা-জাহ্নবীরা। তবে এই ব্যাপারে শেফালির অবস্থান একদম বিপরীত মেরুতে।
শেফালি জরিওয়ালার মতামত
শেফালি সম্প্রতি বিগ বসের ঘরের বন্ধু পরশ ছাবরার পডকাস্ট ‘আবরা কা ডাবরা’য় হাজির হয়েছিলেন। পরাগ একটি ঘটনার কথা স্মরণ করেন। জানান, শেফালিকে তাঁর স্বামী পরাগ ত্যাগীর সাথে বাইরে ছিলেন এবং শেফালির কানের দুল মাটিতে পড়ে গেলে বর তাঁকে ঝুঁকে সেটি কুড়াতে বারণ করেন।
পরশ বলেন, ‘আমি পরাগের সাথে আপনার একটি রিল দেখেছিলাম। তোমার কানের দুল পড়ে গেল এবং তুমি সেটা তুলতে যাচ্ছিলে। ক্যামেরাম্যানরা হয়ত তোমার নিতম্বে ফোকাস করত, সেই ভেবে ভাই আপনাকে ঝুঁকতে নিষেধ করেছিলেন এবং তিনি পরিবর্তে এটি তুলে নিয়েছিলেন’।
শেফালি অবশ্য দাবি করেছেন যে তিনি 'কিছু মনে করেননি' কারণ তিনি তার শরীর নিয়ে কঠোর পরিশ্রম করেছেন। হাসিমুখে শেফালি বলেন, ‘আমি কিছু মনে করি না, আমি আমার নিতম্ব সুন্দর করে তুলতে কঠোর পরিশ্রম করি। সেটা সুন্দর দেখাক, (ছবি তুললে) আমার আপত্তি নেই।’ আসলে ৪১ বছর বয়সেও ভরা যৌবনা শেফালি! নিজের শরীর নিয়ে তাঁর কোনও ছুৎমার্গ নেই অভিনেত্রীর।
সেলিব্রিটিদের প্রতিবাদ
ম্রুণাল ঠাকুর একবার পাপারাৎজিদের অনুরোধ করেছিলেন, তিনি চলে যাওয়ার সময় যেন তাঁকে পিছন থেকে ক্লিক না করেন। মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রচারের সময় জাহ্নবী কাপুরও একবার তাঁদের বলেছিলেন, ‘আপনারা দয়া করে ভুলভাল অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন না প্লিজ’।
তিনি দ্য মেল ফেমিনিস্ট ফর হাউটারফ্লাই-এ আরও বলেছিলেন, 'আমার মনে হয় আমি মাহির প্রচারের সময় কিছু বলেছিলাম, 'প্লিজ গালাত অ্যাঙ্গেল সে মাত লেনা', এবং তখন থেকেই পাপারাৎজিরাও বলেছে আমরা পিছন থেকে ছবি তুলব না, এটা ভালো ব্যাপার'।
পিছন থেকে ছবি তোলার জন্য গায়িকা নেহা ভাসিনও ছবি শিকারিদের কটাক্ষ করেছিলেন। যখন তাকে একটি ছবির জন্য পোজ দিতে বলা হয়েছিল, তখন তিনি একবার ব্যঙ্গাত্মকভাবে বলেছিলেন,'আপনারা তো সবসময় পশ্চাৎদেশের ছবি তুলেই ছাপবেন'।