বক্স অফিসে ভালো ব্যবসা করছে 'কান্তারা'। প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলেও। এ হেন সাফল্যের মাঝেই বিতর্কের মুখে ছবিটি। নির্মাতাদের বিরুদ্ধে গান চুরির অভিযোগ আনল কেরালার ব্যান্ড থাইক্কুদম ব্রিজ। এ বিষয়ে ব্যান্ডের পেজটি থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টও করা হয়।
ব্যান্ডটির পক্ষ থেকে জানানো নয়, 'কান্তারা'-র সঙ্গে তাদের কোনও যোগ নেই। কিন্তু থাইক্কুদম ব্রিজের 'নবরসম' গানটির সঙ্গে ছবিটির 'বরাহ রূপম' নামে একটি গানের অবাক করা মিল পাওয়া গিয়েছে। ছবিটি নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগ এনেছে ব্যান্ডটি। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করার কথাও জানিয়েছে তারা। অভিযোগ, 'কান্তারা'র গানটির জন্য ব্যান্ডটিকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। উল্টে 'বরাহ রূপম'কে প্রচার করা হচ্ছে মৌলিক গান বলে।

বিতর্কিত পোস্টটি পড়ার পরেই নড়েচড়ে বসেছে নেটিজেনরা। ইনস্টাগ্রামে ব্যান্ডটির উদ্দেশে একজন লিখেছেন, 'আমিও এই একই কথা ভাবছিলাম। যাঁরা দু'একবারও 'নবরসম' শুনেছেন, তাঁরাও দু'টি গানের মধ্যে মিল খুঁজে পাবেন। আশা করি, আপনারা সুবিচার পাবেন।' অন্য এক ব্যক্তির বক্তব্য, 'নবরসম গানটি আমার খুবই পছন্দের। মনে হচ্ছিল, ছবিতে সেই গানেরই অন্য একটি সংস্করণ শুনছি।'