বাংলা নিউজ > বায়োস্কোপ > ছেলে তৃষাণকে কোলে নিয়ে নাচ কপিলের, ড্রাম বাজাচ্ছেন মিকা! লোহরি উদযাপনের ভিডিয়ো

ছেলে তৃষাণকে কোলে নিয়ে নাচ কপিলের, ড্রাম বাজাচ্ছেন মিকা! লোহরি উদযাপনের ভিডিয়ো

লোহরি উদযাপনে

কপিলের পরিবারের সঙ্গে লোহরি উদযাপনের একটি ভিডিয়ো শেয়ার করেন মিকা সিং। 

কপিল শর্মা পুত্র তৃষাণের প্রথম লোহরি। প্রচুর নাচ-গান করে ড্রাম বাজিয়ে উদযাপন করলেন কপিল। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিকা। সেখানে দেখা যাচ্ছে, কপিলের দুই ছেলেমেয়ে আনায়রা এবং তৃষাণকে নাচতে দেখা যায় ভিডিয়োতে। 

লোহরির ভিডিয়ো শেয়ার করে ক্যাপশন বাদশা জানিয়েছেন, পঞ্জাবি ছেলে কপিল শর্মা এবং মিকা শিং-এর স্টাইল করে লোহরি উদযাপন। কপিল পুত্র তৃষাণের প্রথম লোহরি। কপিলের মায়েরও জন্মদিন এদিন। পঞ্জাবি ফ্য়াশনে সারারাত পার্টি এবং মিউজিক।

ভিডিয়োতে গিনিকে ছোট্ট তৃষাণকে নাচ করাতে দেখা যাচ্ছে। খুদে আনায়রাও নাচ করছে। ছেলেকে কোলে নিয়ে মেয়ের সঙ্গে উদ্দাম নাচে মত্ত কপিল। কপিলে শো-এর কাস্ট মেম্বার রাজীব ঠাকুরও হাজির ছিলেন পার্টিতে। মিকা সিং লেয়লা ও লেয়লা গানে ড্রাম বাজাতেই তিনি নেচে ওঠেন। 

ভিডিয়োর শেষে কপিলার মা জনক রানির পাশে বসে থাকার একটি ছবি জুড়ে দিয়েছেন মিকা। কপিলের মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

 

 

বন্ধ করুন