বাংলা নিউজ > বায়োস্কোপ > তারকা নেই,তাই কাশ্মীর ফাইলস-এর প্রচার করেননি? ‘মিথ্যে অভিযোগ’ গর্জে উঠলেন কপিল!

তারকা নেই,তাই কাশ্মীর ফাইলস-এর প্রচার করেননি? ‘মিথ্যে অভিযোগ’ গর্জে উঠলেন কপিল!

তাঁর বিরুদ্ধে তোলা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগকে 'মিথ্যে' বলে উড়িয়ে দিলেন কপিল।

সম্প্রতি, একটি টুইটে কপিল ও তাঁর শো কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক সব কথাবার্তা বলেছেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি, একটি টুইটে কপিল ও তাঁর শো কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক সব কথাবার্তা বলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওই টুইট বিবেক দাবি করেছেন, তাঁর নতুন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'-এর প্রচার করার জন্য 'দ্য কপিল শর্মা শো'-তে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু কপিল তাঁদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন! বিবেকের বিশ্বাস, কপিল তা করেছেন কেন না তাঁর এই ছবিতে তথাকথিত কোনও বিরাট 'তারকা' নেই। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কপিল স্বয়ং। জানালেন, ঘটনাটি মোটেই সত্যি নয়!

জনপ্রিয় গায়ক পলাশ সেনকে টুইট করে ধন্যবাদ জানিয়েছিলেন কপিল, তাঁর শো-এ হাজির হওয়ার জন্য। সেই পোস্টের কমেন্ট বক্সেই এক ব্যক্তি সরাসরি কপিলকে এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন করেন। ওই নেট নাগরিকের প্রশ্ন ছিল, 'কেন দ্য কাশ্মীর ফাইলস ছবির প্রচার করার ব্যাপারে পিছিয়ে গেলেন আপনি? বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ওই ছবিতে রয়েছে সব সুপ্রসিদ্ধ অভিনেতারা, তাও এরকম সিদ্ধান্ত নিলেন। কেন? কিসের জন্য ভয় পেয়ে গেলেন আপনি?' এখানেই না থেমে তিনি বলেছেন, 'কপিল, আমি আপনার বড় ভক্ত ছিলাম। কিন্তু যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তার ফলে আমার মতো অজস্র ভক্তের মনে আপনি আঘাত করেছেন। আপনাকে বয়কট করছি।'

কমেন্টটি দেখামাত্রই সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন কপিল নিজে। লিখেছেন, 'রাঠৌর সাহেব, আপনি যা শুনেছেন তা পুরোপুরি মিথ্যে। আপনাকে আমি কৈফিয়ৎ দিচ্ছি কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তাই। আর বাকিরা যাঁরা মনে মনে এই ব্যাপারটাকেই সত্যি বলে মেনে নিয়েছেন তাঁদের আর জবাব দিয়ে কী লাভ বলুন। তবে একটি কথা আপনাকে বলে রাখি। সোশ্যাল মিডিয়ায় কখনওই এক পক্ষের কোনও কথা শুনে দৃঢ় বিশ্বাস করবেন না। ধন্যবাদ।'

টুইটারে কপিলের সেই মন্তব্য।
টুইটারে কপিলের সেই মন্তব্য।

বিতর্কের সূত্রপাত বিবেকের উদ্দেশে করা এক ফ্যানের টুইট থেকে। ওই টুইট সেই ফ্যান জানান যে তিনি কপিল শর্মার শো-এ 'দ্য কাশ্মীর ফাইলস'-এর টিমকে দেখলে দারুণ আনন্দ পাবেন। সেই ফ্যানকে পাল্টা বিবেকের জবাব, 'আমাদের এই ছবিতে সেরকম বড় কোনও তারকা নেই বলে, ওঁরা আমাদের ওঁদের শো-তে আমন্ত্রণ জানাননি।'

প্রসঙ্গত, কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে উপত্যকা থেকে উৎখাত করা হয়, কীভাবে তাঁদের হত্যা করা হয়েছে, এমন অনেক বিষয় উঠে এসেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ট্রেলারে। নরকীয় হত্যালীলার সাক্ষী হয়েছিল গোটা দেশ। প্রাণ বাঁচাতে প্রায় নিঃস্ব অবস্থায় কাশ্মীর ছেড়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। ছবিতে আরও অভিনয় করেছেন দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

বায়োস্কোপ খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.