বাংলা নিউজ > বায়োস্কোপ > এমন কী কাজ থাকে যে রাতে জলদি বিছানায় যেতে চায় কিয়ারা! কপিলের কথায় কীসের ইঙ্গিত?

এমন কী কাজ থাকে যে রাতে জলদি বিছানায় যেতে চায় কিয়ারা! কপিলের কথায় কীসের ইঙ্গিত?

কপিলের শো-তে কিয়ারা। 

রাত ১০টা বাজলেই বিছানায় চলে যান কিয়ারা আডবানি। শুনেই মস্করা কপিল শর্মার। উঠল অক্ষয় কুমারের প্রসঙ্গও।

‘দ্য কপিল শর্মা’ শো-তে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ‘গোবিন্দা নাম মেরা’র টিম। ভূমি পেডনেকর আসতে না পারলেও, হাজির ছিলেন ভিকি কৌশল, কিয়ারা আডবানি, রেনুকা সাহানে আর পরিচালক শশাঙ্ক খৈতান। আর সেখানেই কিয়ারার জলদি ঘুমোতে যাওয়ার অভ্যেস নিয়ে খুব করে মস্করা করলেন কপিল।

সোনির তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা হল কপিল শর্মা শো-র নতুন প্রোমো। আর সেখানেই কপিলের মুখ থেকেই জানা গেল খুব নিয়মমেনে চলেন কিয়ারা। রাত ১০টা বাজতেই চলে যান বিছানায়। আর এই কারণে অনেক ফিল্মি-পার্টিতেও যোগ দেন না। আর তা নিয়ে মস্করা করে কপিল বলেন, ‘কেন এত জলদি শুয়ে পড়ো? আপনাকে কি সকাল-সকাল ঘুম থেকে উঠে অক্ষয়পাজিকে ঘুম থেকে ওঠাতে হয়?’

গত শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে শুরু হয়েছে গোবিন্দা নাম তেরা। ভিকির চরিত্র গোবিন্দা, যার কাছ থেকে বউ ২ লাখ টাকার খোরপোশ দাবি করছে, বউ এখনই বিয়ে করতে চায়, সৎ ভাই বাড়ি নিয়ে মামলা করছে। সব মিলিয়ে অবস্থা একেবারে ঘেঁটে ঘ।

বলিউডে এখন জমিয়ে কাজ করছেন কিয়ারা আডবানি। ২০১৪ সালে ফুগলি দিয়ে বলিউডে ডেবিউ। তবে কিয়ারাকে জনপ্রিয়তা এনে দেয় ‘এম এস ধোনি’। এরপর লাস্ট স্টোরি, কবীর সিং, শহেনশাহ, গুড নিউজ, ভুল ভুলাইয়া ২-এর মতো ছবিতে কাজ করেছেন। এরপর তাঁকে দেখা যাবে ‘সত্যনারায়ন কি প্রেম কথা’ ধারাবাহিকে কার্তিক আরিয়ানের সঙ্গে। রাম চরণের সঙ্গে তেলেগু ছবিতেও কাজ করার কথা রয়েছে।

তবে খবর বলছে খুব জলদি বিয়ের পিঁড়িতেও বসবেন কিয়ারা। গত কয়েকবছর ধরেই তিনি সম্পর্কে আছেন সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে। মাঝে রটেছিল ২০২৩ সালের জানুয়ারিতেই চার হাত এক হবে। যদিও পরে অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি সে সম্ভাবনা উড়িয়ে দেয়। তবে প্রেমটা এখন দুজনে বেশ জমিয়েই করছেন।

 

বন্ধ করুন