বাংলা নিউজ > বায়োস্কোপ > PM Modi-Kapil Sharma: প্রধানমন্ত্রীকে মদ্যপ কপিলের টুইট, সব ভুলে ফের মোদীকে আমন্ত্রণ! কী উত্তর এল?

PM Modi-Kapil Sharma: প্রধানমন্ত্রীকে মদ্যপ কপিলের টুইট, সব ভুলে ফের মোদীকে আমন্ত্রণ! কী উত্তর এল?

নরেন্দ্র মোদী ও কপিল শর্মা

কপিল বলেন, 'আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলান। ওঁকে বলেছিলাম, 'স্যার আপনি আমাদের শোতে আসুন'। উনি কিন্তু না করেননি। উনি বলেন, 'আমার বিরোধীরা এমনিতেই কিছু কম কমেডি করছে না, তোমার শোতে নাহয় অন্য কোনও সময় যাব।' 

'দ্যা কপিল শর্মা শো', এটিকে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল কমেডি টক শো বলেই মনে করা হয়। কপিল শর্মা সঞ্চালিত এই শোয়ে ক্রিকেটার থেকে শুরু করে বলিউড তারকারা, কমবেশি সকলেই এসেছেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বাবা রামদেব, আনুষ্কা শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষয় কুমার, সলমন খান, রাম চরণ, মিতালি রাজ, কুমার বিশ্বাস এবং রণবীর কাপুর, আরও কত নাম, কে না আসেননি এই শোয়ে! কিন্তু তাবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

হ্যাঁ, প্রধানমন্ত্রীকে নিজের শোয়ে আনতে চেয়েছিলেন কপিল শর্মা। যে কারণে নিজে গিয়ে নিমন্ত্রণ করতেও গিয়েছিলেন, কিন্তু তারপর? প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাওয়ার পর ঠিক কী উত্তর এসেছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই খোলসা করেছেন সেকথা। কপিল বলেন, 'আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলান। ওঁকে বলেছিলাম, 'স্যার আপনি আমাদের শোতে আসুন'। উনি কিন্তু না করেননি। উনি বলেন, 'আমার বিরোধীরা এমনিতেই কিছু কম কমেডি করছে না, তোমার শোতে নাহয় অন্য কোনও সময় যাব।' কপিল বলেন, ‘আমি বলেছিলাম, আপনি আমার শোয়ে এসে আমরা সম্মানিত বোধ করব। আমি চেয়েছিলান প্রধানমন্ত্রীর মধ্যে থাকা রসিক সত্ত্বাটা সামনে আসুক।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী প্রসঙ্গিত কপিল শর্মার পূর্বের অভিজ্ঞতা কিন্তু মোটেও দারুণ নয়। কাণ্ড একবার মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট করে বিতর্কে জড়িয়েছিলেন কপিল। লিখেছিলেন, ‘আমি গত ৫ বছর ধরে ১৫ কোটি টাকা আয়কর দিচ্ছি, এরপরেও বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে! এটা আপনার ভালো দিনের নুমনা?’ আর নিজের এই কাণ্ডের কথা কপিল নিজেই একবার নেটফ্লিক্সের একটি শোয়ে এসে খোলসা করেছিলেন। জানিয়েছিলেন এই ট্য়ুইট কাণ্ডের পর একপ্রকার পালিয়ে বাঁচতে হয়েছিল তাঁকে। মলদ্বীপে গিয়ে ৮-৯দিন ছিলেন, তাও ইন্টারনেট নেই এমন একটি ঘরে, খরচ পড়েছিল ৯ লক্ষ টাকা।

এদিকে আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে নন্দিতা দাস পরিচালিত কপিল শর্মার ছবি 'জুইগাটো'। আবার একই দিনেই মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.