মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা। বুধবার কপিলের এক ফ্যান অ্যাকাউন্ট থেকে সবার প্রথম সামনে আসে কপিল-গিন্নির নয়নের মণির প্রথম ঝলক। ছবিটি কপিলের মায়ের জন্মদিনের সেলিব্রেশনের সময় তোলা হয়েছে। এরপর কপিল টুইটারে নিজের মেয়ের ছবি শেয়ার করে নেন। পাশাপাশি অনুরাগীদের জানান নতুন অতিথির নামও। কপিল লেখেন, ‘পরিচয় করে নিন আমাদের হৃদয়ের টুকরোর আনায়রা শর্মার সঙ্গে’।
ছবিতে দেখা যাচ্ছে বাবার কোলে রয়েছে ছোট্ট আনায়রা, একদৃষ্টিতে বাবার মুখের দিকেই তাকিয়ে রয়েছে সে।
ডিসেম্বরের ১০ তারিখ টুইটারে বাবা হওয়ার সুখবর শেয়ার করেছিলেন কপিল। কপিল টুইট বার্তায় লেখেন,'মেয়ের বাবা হওয়ার সৌভাগ্য হল। আপনাদের সকলের আর্শীবাদ প্রযোজন। সকলের জন্য অনেক ভালোবাসা। জয় মাতা দি'।
২০১৮ ডিসেম্বরে জলন্ধরে পাঞ্জাবি রীতিমেনে বিয়ের পর্ব সারেন কপিল-গিন্নি। আর বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের কোল আলো করে এল আনায়রা।