বাংলা নিউজ > বায়োস্কোপ > Zwigato trailer: নুন আনতে পান্তা ফুরোয়! সংসার চালাতে হিমসিম খাচ্ছেন 'জুইগাটো' ডেলিভারি বয় কপিল

Zwigato trailer: নুন আনতে পান্তা ফুরোয়! সংসার চালাতে হিমসিম খাচ্ছেন 'জুইগাটো' ডেলিভারি বয় কপিল

এবার ডেলিভারি বয় কপিল শর্মা

Zwigato trailer: নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির প্রতিদিনের লড়াই উঠে এল 'জুইগাটো'-র ট্রেলারে। ফুড ডেলিভারি-বয় হিসাবে নজরকাড়া কপিল শর্মা। 

এতদিন টেলিভিশনের পর্দায় তাঁকে দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায়। তবে এবার আপনাকে কাঁদাতে প্রস্তুত কপিল শর্মা! পাঁচ বছর পর রুপোলি পর্দায় ফিরছেন কপিল। আর এবার কমেডিং কিং ধরা দেবেন একদম অচেনা অবতারে। বাঙালি পরিচালক নন্দিতা দাশের ‘জুইগাটো’ ছবিতে এক ডেলিভারি বয়ের চরিত্রে অভিনয় করছেন কপিল। বুধবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

‘জুইগাটো’তে ডেলিভারি বয়দের জীবন-যুদ্ধের গল্প তুলে ধরেছেন নন্দিতা। কপিলের বিপরীতে এই ছবিতে থাকছেন শাহানা গোস্বামী। ট্রেলারে কী ধরা পড়ল? একটি কোম্পানিতে ফ্লোর ইনচার্জের ডিউটি হারিয়ে চাপের মুখে খাবার ডেলিভারি করার কাজ নেন কপিল। এখন প্রতি মিনিটে সংগ্রাম তাঁর, সময়মতো খাবার পৌঁছে দিতে হবে গ্রাহককে। সেলফি তুললে মিলবে বাড়তি ১০ টাকা! ভালো রেটিং পাওয়ার তাগিদ সারাক্ষণ মাথায় ঘুরছে কপিলের। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে বরের পাশাপাশি নিজেও কাজ করার সিদ্ধান্ত নেয় তাঁর স্ত্রী। পিতৃতন্ত্রে বিশ্বাসী কপিল বলেই ফেলে, ‘তোমাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগে না’। ‘খাবার পৌঁছে দেওয়া পুণ্যের কাজ’ মেয়েকে একথা বলে আশ্বস্ত করলেও সারাদিনের ছোটাছুটির ধকলে মানসিক শান্তি বিপর্যস্ত কপিলে।

নিম্নমধ্যবিত্ত সমাজের রোজদিনের লড়াই ফুটে উঠেছে গোটা ট্রেলারে। একটি অংশ বিশেষ করে চোখ টানে যেখানে প্যামফ্লেটে লেখা দেখানো হয় ‘ও মজদুর তাই মজবুর’ (শ্রমিক তাই অসহায়), যা দেখে কপিল বলে ওঠেন হয়তো ‘মজবুর তাই মজদুর’ (অসহায় তাই শ্রমিক)।

এর মাঝে একদিন আচমকাই এই জুইগাটো ডেলিভারি বয়ের রেটিং পড়ে যায়, কারণ জানতে ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে সে। কিন্তু এক সাধারণ কর্মীর কাতর আকুতিকে পাত্তা দিতে না-রাজ ম্যানেজমেন্ট। এরপর? কেমনভাবে নিজের জীবন সংগ্রাম জারি রাখবে এই সাধারণ ডেলিভারি বয় তাই উঠবে আসবে পর্দায়। 

বুসান, টরেন্টোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগেই প্রশংসিত হয়েছে এই ছবি। আগামী ১৭ই মার্চ মুক্তি পেতে চলেছে নন্দিতা দশের ‘জুইগাটো’। এর আগে ‘ফিরাক’, ‘মান্টো’-র মতো ছবি পরিচালনা করেছেন এই বঙ্গ তনয়া। ২০১৫ সালে ‘কিস কিসকো পেয়ার করু’ দিয়ে বড়পর্দায় অভিনয় শুরু কপিলের। তার পরে ‘ফিরঙ্গি’-তে কাজ করেছিলেন তিনি। দু-টো ছবিই বক্স অফিসে সেভাবে সাড়া ফেলেনি। তাই কোনওকিছু হারানোর ভয় নেই কপিলের। নিজের মুখেই অভিনেতা জানিয়েছেন, ‘এই ছবি ফ্লপ হলে আমি কিছু হারাব না, তবে লোকে যদি বলে কপিল ভালো কাজ করেছে, সেটাই হবে আমার সেরা পাওনা’। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের Zimbabwe Women বনাম United Arab Emirates Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? কাউন্সিলর পদ খুইয়ে সংসারে অনটন, দ্বিতীয় স্ত্রীর হাতে 'খুন' তৃণমূল নেতা! দলীপ ট্রফিতে কেভিন পিটারসেন! পুরনো স্মৃতি শেয়ার করলেন মজার ক্যাপশন দিয়ে কেনা হবে ২৪০ সুখোই যুদ্ধবিমান, HAL-এর সঙ্গে ২৬০০০ কোটি টাকার চুক্তি সরকারি হাসপাতালে রোগীদের ঠিকমতো দেওয়া হচ্ছে না খাবার, রিপোর্ট দাবি ক্যাগের আর্থিক তছরুপ মামলায় সুকন্যার জামিন, তিহাড় জেল থেকে মুক্তি পাবেন অনুব্রত কন্যা?‌ আদৌ কি আলোচনা চায়নি হুরিয়ত? ২০১৬এ কাশ্মীরে কী ঘটেছিল!রাজনাথের দাবি খণ্ডন সংগঠনের ‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে কেন?’ কারণ নিজেই জানালেন রশ্মিকা সরফরাজ না রাহুল? কে জায়গা করে নেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.