অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর শ্যুটিং শুরু করেছেন। কমেডিয়ান হিসেবে যতটা খ্যাতি পেয়েছেন, তাঁর সিকিভাগও মেলেনি অভিনেতা হিসেবে।
কপিলের নতুন সিনেমাটি ২০১৫ সালের'কিস কিসকো পেয়ার করুঁ'-র সিক্যুয়েল, যা হিন্দি সিনেমার জগতে তাঁর আত্মপ্রকাশ ছিল।
শ্যুটিং শুরু করলেন কপিল:
‘কিস কিসকো পেয়ার করুঁ ২’ পরিচালনা করছেন অনুকল্প গোস্বামী এবং প্রযোজনা করছেন রতন জৈন এবং গণেশ জৈন। কপিলকে সম্প্রতি টাবু, কৃতি শ্যানন এবং করিনা কাপুরের সঙ্গে ক্রু ছবিতে দেখা গিয়েছে। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তেও কাজ চলছে। যা প্রিমিয়র হয় নেটফ্লিক্সে।
কিস কিসকো পেয়ার কারু (২০১৫) আব্বাস মাস্তান পরিচালিত একটি কমেডি সিনেমা ছিল। চার নায়িকার সঙ্গে রোম্যান্স করেছিলেন কমেডির বাদশা। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন সাই লোকুর, জেমি লিভার, আরবাজ খান, মঞ্জরি ফাডনিস, সিমরান কৌর মুন্ডি, এলি আব্রাম, বরুণ শর্মা, সুপ্রিয়া পাঠক, শরৎ সাক্সেনা এবং মনোজ জোশি।
কপিলকে খুনের হুমকি:
দিন দুই আগেই খবর আসে যে, পাকিস্তান থেকে কপিলের কাছে এসেছে এই হুমকি ইমেল। ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১ (৩) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে মুম্বই পুলিশ।
সেই হুমকি ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।' ইমেলটি প্রেরকের নাম হিসেবে রয়েছে 'বিষ্ণু'। কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, কারণ, তাঁর শোটি সলমন খান স্পনসর করেছেন। আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইপি থেকে ইমেল পাঠানো হয়েছিল সেটা পাকিস্তানের। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।