ফের একবার OTT প্ল্যাটফর্মে ফিরতে চলেছেন কমেডি কিং কপিল শর্মা। সোমবার লঞ্চ হয় 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-র তৃতীয় সিজনের প্রথম টিজার ভিডিও। আর সেই টিজার লঞ্চে হাজির ছিল শোয়ের গোটা টিম। ছিলেন অর্চনা পুরান সিং, কিকু শারদা, রাজীব ঠাকুর, এবং ক্রুষ্ণা অভিষেক। এই অনুষ্ঠানেই কপিল শর্মা আরও একবার স্পষ্ট করেন যে কেন এই শোয়ের নামকরণ তাঁর নামে করা হয়েছে। কেন তাঁর অনুরাগীরা তাকে 'কমেডি কিং' বলে ডাকেন। এদিকে এদিন আরও একবার সুনীল গ্রোভারের সঙ্গে নিজের পুরনো ঝগড়া নিয়ে মজা করতে ছাড়েননি কপিল শর্মা। যেকথায় সুনীল নিজেও হেসে ফেলেন।
এদিন টিজার লঞ্চ অনুষ্ঠানের শুরুতে কপিলের টিমের সকলে এসে পৌঁছে গেলেও, সুনীল গ্রোভারের আসতে দেরি হয়। আর তখন টিমের সকলকে বন্ধু সুনীলের জন্য অপেক্ষা করতে বলেন কপিল শর্মা। মজা করে বলেন, টিম যদি সুনীল গ্রোভারকে ছাড়াই পোজ দেয় তাহলে মিডিয়া এখনই ভুয়ো খবর ছড়াবে, ফের বলবে সুনীল শো ছেড়ে চলে গেছেন। এরপর সুনীল অনুষ্ঠানে পৌঁছলে তাঁকে নিয়ে পুরনো প্রসঙ্গ টেনে মজা করতে ছাড়েননি কপিল।
আরও পড়ুন-AI-এর ফাঁদে, ভুয়ো ভিডিয়োকে সত্যি বলে ভেবে কীভাবে প্রতারিত হন, নিজেই জানালেন আর মাধবন
মিডিয়া কপিল ও তাঁর টিমকে ছবির জন্য পোজ দিতে বললে কপিল শর্মা বলেন, ‘সুনীল পাজি আসুক, না হলে আপ লোগ লিখেঙ্গে বো ফির ভাগ গয়ে।’ (কপিল পাজি আসুক, নাহলে আপনারা আবারও লিখবেন, উনি আবারও পালিয়ে গেছেন)
প্রসঙ্গত, ২০১৭ সালে কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যে ঝগড়ার কথা সকলেই জানেন। যার প্রভাব পড়েছিল কমেডি শোয়েও। যদিও দীর্ঘ ঝগড়ার পর তাঁরা ফের পুরনো বিবাদ মিটিয়ে কাছাকাছি এসেছেন। অনুরাগীরা বলেন, কপিল শর্মা ও সুনীল গ্রোভার জুটি 'কপিল শর্মা শো'-এর প্রাণ। কপিল শর্মা টাইমিং এবং কমেডিতে ওস্তাদ হলেও, যখনই শো চলাকালীন অভিনয়ের কথা আসে, তখন সুনীলের সেই জায়গা কেউ নিতে পারেননি।
সেসময় জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে বিমানের মধ্যেই ঝামেলায় জড়িয়েছিলেন কপিল-সুনীল। সেই ঝগড়া এতটাই তিক্ত ছিল যে বহু বছর কপিল-সুনীল একে অপরের মুখ দেখেননি। পরে সলমন খানের উদ্যোগে, কপিল-সুনীলের মধ্যে ঝগড়া মেটে বলে জানা যায়।