বাংলা নিউজ > বায়োস্কোপ > নীতা আম্বানির সামনে কপিলকে ‘বেইজ্জত’, সুদ সমেত ফেরত পেয়েছিলেন হরভজন

নীতা আম্বানির সামনে কপিলকে ‘বেইজ্জত’, সুদ সমেত ফেরত পেয়েছিলেন হরভজন

হরভজন-কপিল।

এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডেবিউ করলেন কপিল। তাঁকে দেখা গেল নেটফ্লিক্সের শো 'আই অ্যাম নট ডান ইয়েট'-এ।

'দ্য কপিল শর্মা শো' থেকে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কপিল। দীর্ঘ দিন ধরে এই শো-এর সঞ্চালনা করছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডেবিউ করলেন কপিল। তাঁকে দেখা গেল নেটফ্লিক্সের শো 'আই অ্যাম নট ডান ইয়েট'-এ। ২৮ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে এই এপিসোডের। শো চলাকালীন কথায় কথায় কপিল জানান যে একবার আইপিএল-এর মুম্বই ইন্ডিয়ান্স দলের জন্য পারফর্ম করার ডাক পড়েছিল তাঁর। সেখানে হাজিরও হয়েছিলেন তিনি। তাঁর সেখানে আমন্ত্রণ পাওয়ার সুযোগ করে দিয়েছিল হরভজন সিং। তবে সেখানে গিয়ে দর্শকদের হাসাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। সোজা কথায়, যাকে বলে ডাহা 'ফ্লপ'। দর্শকদের মধ্যে তখন হাজির ছিলেন ক্লাবের মালিক নীতা আম্বানি স্বয়ং।

বহু বছর আগের কথা। সদ্য 'লাফটার চ্যালেঞ্জ' শো-এর বিজয়ীর শিরোপা পেয়েছেন কপিল। মোটামুটি পরিচিত মুখ হিসেবে ততদিনে জনমানসে তাঁর পরিচিতি হয়েছে। এমন সময় এই সুযোগ আসে। তবে সেখানে গিয়ে কপিল দেখেন দর্শক সংখ্যা মাত্র ১৫। স্রেফ তাঁদের জন্যেই এই প্রাইভেট শো-এর আয়োজন। দর্শকদের মধ্যে ছিলেন সচিন তেন্ডুলকর, সনৎ জয়সূর্যর মতো সব ক্রিকেটীয় কিংবদন্তিরা। ছিলেন নীতা অম্বানী নিজেও। তবে সেই শো বিশেষ জমেনি। কেন ? কপিলের কথায়, 'আমার সেদিন সঞ্চার সব জোকস-ই ছিল গরিব মানুষদের সম্পর্কিত। এদিকে সেসব শুনে হয়তো বোধগম্যই হচ্ছে না নীতা অম্বানির। তিনি হয়ত মনে মনে ভাবছিলেন এই কপিলটা কোন দেশ থেকে এসেছে? গরিব আবার কি? গরিব নিয়ে কি এসব বকছে?'

হাসতে হাসতে কপিল আরও বলে ওঠেন, 'এরপর আমি একটি জোকস বলার সময় জানিয়েছিলাম যে আমার বাবা পুলিশে চাকরি করতেন। সেই শুনেও নীতা অম্বানী হয়ত ভেবেছিলেন যে পুলিশের চাকরি মনে হয় শখের ব্যাপার। পাশাপাশি কোনও ব্যবসা নিশ্চয়ই করতেন উনি।'

যাই হোক, দর্শকদের হাসতে ব্যর্থ হয়েছিলেন কপিল। নিজের মুখেই তারকা-কমেডিয়ান সাফাই দিলেন ওরকম ব্যক্তিত্বদের সামনে প্রথমবার প্রাইভেট পার্টিতে হাজির হয়ে বেশ খানিকটা ঘাবড়েই গিয়েছিলেন তিনি। তার ফলেই এই হাল হয়েছিল। এরপর আরও জানা গেল, হরভজন সবার সামনে কপিলকে ‘বেইজ্জত’ করেন। কপিলের  উদ্দেশে বলে ওঠেন যে তিনি কপিলের শো টিভিতে দেখেছেন এবং সেখানে তিনি দুর্ধর্ষ। অথচ লাইভ স্ট্যান্ড আপ কমেডিতে যে এমন বিশ্রী হাল করবেন সেটা ভাবতে পারেননি।

কথাটা সেদিন হজম করলেও পরবর্তী সময় সুদ সমেত তা ফিরিয়ে দিয়েছিলেলন কপিল। একবার একটি ম্যাচের এক ওভারে বেশ পরপর কয়েকটি ছক্কা খেয়েছিলেন ভাজ্জি। ম্যাচের পর কপিল হরভজনকে টেক্সট করে সেই কথা ফিরিয়ে দিয়েছিলেন, 'কী গো দাদা। তুমি তো নেট প্র্যাকটিসে ভালোই বল করো কিন্তু ম্যাচে এরকম ধ্যারালে কেন?'

বন্ধ করুন