বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma : সারা বিশ্বকে শোনাতে চাই 'আমি একা', কেন বললেন কপিল!

Kapil Sharma : সারা বিশ্বকে শোনাতে চাই 'আমি একা', কেন বললেন কপিল!

কপিল শর্মা

গত বছর নন্দিতা দাসের হাত ধরে ‘জুইগাটো’ ছবিতে বলিউডেও পা রেখে ফেলেছেন। বাকি ছিল গান গাওয়া। এবার সেটাও করে ফেলতে চলেছেন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রণধাওয়ার সঙ্গে একটি গানে একসঙ্গে কাজ করতে চলেছেন কপিল।

কপিল শর্মা, এই নামটির সঙ্গে কে না পরিচিত! কমেডিয়ান হিসাবে নিজের যথেষ্ঠ পরিচিতি গড়েছেন কপিল। গত বছর নন্দিতা দাসের হাত ধরে ‘জুইগাটো’ ছবিতে বলিউডেও পা রেখে ফেলেছেন। বাকি ছিল গান গাওয়া। এবার সেটাও করে ফেলতে চলেছেন। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক গুরু রণধাওয়ার সঙ্গে একটি গানে একসঙ্গে কাজ করতে চলেছেন কপিল। আর সেকথা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

গানটির নাম Alone। মিউজিক ভিডিয়োর পোস্টার শেয়ার করে গুরু রণধাওয়া লিখেছেন, পোস্টারে কপিল শর্মার গায়ে শীতের বাদামী জ্যাকেট আর রোদচশমা, আর কালো জ্যাকেট পরেছেন গুরু রণধওয়া, তাঁর চোখেও রয়েছে কালো রোদচশমা, তাঁকে কপিলের সঙ্গেই একটি বরফের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশানে লিখেছেন, ‘ আমরা আপনাদের সঙ্গে অ্যালন ভাগ করে নিতে উৎসাহী, আর কিছুদিনের অপেক্ষা, গোটা দুনিয়া এবার কপিলের গলা শুনতে পাবে।’ ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই গান।

কপিল শর্মার গানের দুনিয়ায় পা রাখা নিয়ে খুশি আরও এক পঞ্জাবি গায়ক মিকা সিং। তিনি গুরু রণধওয়ার এই পোস্টের নিচে লিখেছেন, ‘কেয়া বাত হ্যায়, এক ফ্রেমে ২ রক স্টার’, র‌্যাপার বাদশা হাত জোড় করা একটি ইমোজি পোস্ট করেছেন। রাঘব সাচার লিখেছেন 'বাহ'। এটা নিয়ে কপিল অনুরাগীরাও বেশ উৎসাহী, তাঁরাও এই পোস্টের নিচে নানান কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, 'আর ধৈর্য্য ধরতে পারছি না।'

সম্প্রতি শেহনাজ গিলের সঙ্গে মিলে গুরু রণধওয়ার মুন রাইজ গানটি মুক্তি পেয়েছে। এদিকে খুব শীঘ্রই 'কুছ খাট্টা হো যায়ে' ছবির হাত ধরে অভিনয়ে নাম লেখাতে চলেছেন গুরু রণধওয়া। সেখানে তাঁকে দেখা যাবে অনুপম খেরের সঙ্গে। এদিকে নন্দিতা দাসের ‘জুইগাটো ছবিতে একজন খাবার ডেলিভারি বয়ের ভূমিকায় দেখা গিয়েছিল কপিল শর্মাকে। গল্প অনুসারে লকাউনে তাঁর কাজ গিয়েছে, তাই সংসার টানতে ডেলিভারি বয়ের কাজ নিয়েছেন তিনি। 

২০২২-এর সেপ্টেম্বরে Zwigato ছবিটি ৪৭তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। ২৭তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, কেরালার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয় ছবিটি।

 

বন্ধ করুন