ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, বক্সার নিখাত জারিন এবং অন্যান্য মহিলা খেলোয়াড়েরা কপিলের শো-এর নতুন সিজনের প্রথম পর্বের অতিথি। ১০ সেপ্টেম্বর ছোট পর্দায় ফিরছে ‘দ্য কপিল শর্মা শো’। প্রথম পর্বের বিশেষ অতিথিদের সঙ্গে বিটিএস ভিডিয়ো শেয়ার করেছেন কপিল।
1/8কৌতুক অভিনেতা কপিল শর্মা তাঁর বিখ্যাত অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে ১০ সেপ্টেম্বর ছোট পর্দায় ফিরছেন। কপিল শ্যুট শিডিউল থেকে অনেকগুলি ছবি শেয়ার করেছেন। ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, বক্সার নিখাত জারিন এবং অন্যান্য মহিলা খেলোয়াড়েরা কপিলের শো-এর নতুন সিজনের প্রথম পর্বের অতিথি।
2/8কপিল একটি দীর্ঘ ক্যাপশন লিখেছেন,'#tkss-এ আমাদের গোল্ডেন গার্লসের হোস্ট করা আনন্দের ছিল। যারা কমনওয়েলথ গেমস ২০২২-এ আমাদের গর্বিত করেছে।' ব্যাডমিন্টনে স্বর্ণপদক জয়ী পিভি সিন্ধুর সঙ্গে কপিল শর্মা।
3/8লন বলে স্বর্ণপদক জয়ী লাভলি চৌবের সঙ্গে কপিল।
4/8বক্সিংয়ে স্বর্ণপদক নিখাত জারিনের সঙ্গে কপিল।
5/8লন বলে স্বর্ণপদক জয়ী রূপা রানি তিরকের সঙ্গে কপিল।
6/8লন বলে স্বর্ণপদক জয়ী পিঙ্কি সিংয়ের সঙ্গে কপিল।
7/8লন বলে স্বর্ণপদক জয়ী নয়ন মনি সাইকিয়ার সঙ্গে কপিল।
8/8নিজেই এই ছবি শেয়ার করে কপিল লিখেছেন, ‘আমার কোনও পদক নেই, তবে নতুন চশমা পরে।’