বৃহস্পতিবার কমেডি কিং কপিল শর্মার প্রথম বিবাহবার্ষিকী, তার আগেই শর্মা পরিবারে এল খুশির খবর। ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হলেন কপিল শর্মা এবং গিন্নি চরার্থ ছত্রাত। সোমবার গভীর রাতে টুইটারে এখবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন কপিল। টুইটারের দেওয়ালে কপিল লেখেন, ‘মেয়ের বাবা হয়ে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। সবার প্রতি ভালোবাসা রইলো, জয় মাতাদি'।
কপিলের এই টুইট সামনে আসার পর বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কপিল ও গিন্নিকে। ভুবন বাম, গুরু রান্ধাওয়া থেকে দিয়া মির্জা, রকুল প্রীত-তালিকাটা বেশ দীর্ঘ।
ভুবন বাম নিজের টুইটারের দেওয়ালে লেখেন, অনেক শুভেচ্ছা ভাই। গুরু রন্ধাওয়া টুইট করেন,‘অভিন্দন পাজি! আমি এবার কাকা হয়ে গেলাম’।
দিয়া মির্জা সোশ্যাল মিডিয়ায় কপিলকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'অভিনন্দন কপিল! তোমার মেয়ের জন্য অনেক আদর আর আর্শীবাদ পাঠালাম'। অভিনেত্রী রকুল প্রীত টুইট করেন, 'ভগবান তোমার মেয়ের মঙ্গল করুন, খুশি থাকুক'।
গত বছর ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন কপিল শর্মা এবং গিন্নি ছত্রাত। প্রথমে হিন্দু মতে বিয়ে করেন তাঁরা, এরপর গিন্নির বাড়িতে আনন্দ করঞ্জ (পঞ্জাবি বিয়ের রীতি) এর অনুষ্ঠান হয়। কপিল-গিন্নি বিয়ের রিসেপশনে হাজির ছিলেন একঝাঁক বলিউড তারকা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংও।
জুলাই মাসেই গিন্নির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি বেবিমুনের জন্য কানাডা উড়ে গিয়েছিলেন কপিল-গিন্নি।
মুম্বই মিররকে কপিল জানান, 'আমি এখন শুধু আমার স্ত্রীর পাশে থাকতে চাই। আমাদের প্রথম সন্তান বলে কথা, স্বাভাবিকভাবেই আমাদের খুশির ঠিকানা নেই । তবে সবচেয়ে খুশি হয়েছে আমার মা। অনেক বছর ধরে মা এই দিনটার অপেক্ষায় ছিল। গিন্নি আর আমার মেয়ে যাতে সুস্থ থাকে এখন সেটাই একমাত্র প্রার্থনা'।
দ্য কপিল শর্মা শো-র সৌজন্যে কপিল গোটা দেশের অতি পরিচিত নাম। পাশাপাশি কিস কিস কো প্যায়ার করু, ফিরাঙ্গির মতো বলিউডি ছবিতেও অভিনয় করেছেন কপিল। গত মাসেই ‘কমিক জিনিয়াস’ হিসেবে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি (আইটিএ) অ্যাওয়ার্ড জিতেছেন দেশের অন্যতম জনপ্রিয় এই স্ট্যান্ড আপ কমেডিয়ান।