শুরু হতে না হতেই শেষ! দেড় মাসের মধ্যে থামতে চলেছে কপিল শর্মা শোয়ের এবারের সিজন। এই তো সবে মার্চ মাসের ৩০ তারিখ প্রথম পর্ব মুক্তি পেল নেটফ্লিক্সে। কয়েকটি পর্ব সম্প্রচার হতে না হতেই জানা গেল শেষ হতে চলেছে এই বিখ্যাত শোটি। এমনকি এটির শেষ পর্বের শ্যুটিংও হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'অনেক না পাওয়া ব্যালেন্স হয়ে গেল...', হঠাৎ আবেগপ্রবণ একেন বাবু, কী ঘটল অনির্বাণের সঙ্গে?
শেষ হচ্ছে কপিল শর্মা শোয়ের এবারের সিজন
কপিল শর্মা শোয়ের অনুরাগীদের জন্য এটা খারাপ খবরই বটে! সম্প্রচারের মাত্র দেড় মাসের মাথায় থামছে এই দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বৃহস্পতিবার, ২ মে অর্চনা পুরান সিং তাঁর ইনস্টাগ্রামে সেই কথাই ঘোষণা করলেন। তিনি এই শোয়ের সেট থেকে তাঁর সহকর্মীদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। আর তার ক্যাপশনেই ঘোষণা করেন কপিল শর্মা শো শেষ হওয়ার কথা। সবাইকে রীতিমত চনকে দিয়ে অভিনেত্রী লেখেন, 'সিজন র্যাপ।' বলাই বাহুল্য পছন্দের শো এত তাড়াতাড়ি শেষ হওয়ায় মন খারাপ অনেকেরই।
এই বিষয়ে কী জানিয়েছেন অর্চনা?
সত্যিই কি তবে কপিল শর্মা শো শেষ হচ্ছে? পোস্টের পরে এমনই প্রশ্ন করা হয় অর্চনা পুরান সিংকে। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান হ্যাঁ, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সত্যিই শেষ হচ্ছে। তাঁর কথায়, 'হ্যাঁ, আমরা শ্যুটিং শেষ করে ফেলেছি। এই সিজনের শেষ এপিসোডের শ্যুটিং গতকাল করলাম আমরা। সেটে খুবই মজা হতো। হইচই লেগেই থাকত। এই শোয়ে আমার সফর বেশ ভালোই ছিল। দুর্দান্ত সফর বলা যায়। দারুণ সময় কাটিয়েছি আমরা।'
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো প্রসঙ্গে
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো গত ৩০ মার্চ প্রথমবারের জন্য সম্প্রচারিত হয়েছিল নেটফ্লিক্সে। সেই পর্বে অতিথি হয়ে এসেছিলেন রণবীর কাপুর, ঋদ্ধিমা কাপুর এবং তাঁদের মা নীতু কাপুর। এরপর রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, দিলজিৎ দোসাঁঝ, পরিণীতি চোপড়া, ইমতিয়াজ আলি প্রমুখও এসেছিলেন বিভিন্ন পর্বে। দেখা মেলে কৌশল ব্রাদার্স সানি এবং ভিকি কৌশলেরও। শেষ যে পর্ব সম্প্রচারিত হয়েছে সেখানে আমির খানকে দেখা গিয়েছিল। আগামীতে যে পর্ব আসছে সেখানে থাকবেন সানি এবং ববি দেওল। এই শোটির নতুন পর্ব প্রতি শনিবার করে মুক্তি পায় এই OTT প্ল্যাটফর্মে।