বাংলা নিউজ > বায়োস্কোপ > Kapil Sharma Daughter: হাঁটতে হাঁটতে চুমু, কপিলের ৩ বছরের মেয়ের র‌্যাম্প ওয়াকে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

Kapil Sharma Daughter: হাঁটতে হাঁটতে চুমু, কপিলের ৩ বছরের মেয়ের র‌্যাম্প ওয়াকে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

র‌্যাম্প ওয়াকে মুগ্ধ করলেন কপিল কন্যা আনায়রা। 

রবিবার মেয়ে আনায়রা শর্মার হাত ধরে র‌্যাম্পে হাঁটলেন কপিল শর্মা। ভিডিয়ো ছড়াতেই প্রশংসায় ভরাল সোশ্যাল মিডিয়া। 

কপিল শর্মার তিন বছর বয়সী মেয়ে আনায়রা শর্মা প্রথমবারের মতো র‌্যাম্পে হেঁটেছেন রবিবার একটি ফ্যাশন শো-তে। কালো রঙের একটি ম্যাক্সি ড্রেস পরেছিল এই খুদে। বাবা কপিলের হাত ধরে ওয়াক করার ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর শুধু র‌্যাম্পে হাঁটেই ক্ষান্ত থাকেননি কপিল-কন্যা, দর্শকদের দিকে চুমুও ছুঁড়ে দেন।আনায়রার আত্মবিশ্বাস মন ছুঁয়ে গিয়েছে সকলের। র‌্যাম্পে পা রাখার পর সে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তবে বাবা যেই তাকে এগিয়ে যেতে বলে ফের হাঁটা লাগায় সামনে।

ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জো অ্যাকাউন্টে থেকে কপিল কন্যার এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। অনেকেই কমেন্ট সেকশনে ‘কিউট’ লিখে মন্তব্য করেছেন। এক নেট-নাগরিক মন্তব্য করেছেন, ‘কপিলের মেয়েকে পুরো গিন্নির মতো দেখতে হয়েছে’। আরেকজন লিখলেন, ‘বড় হয়ে সুপার মডেল হবে’। তৃতীয়জনের মন্তব্য, ‘হাসিটা কী সুন্দর। চোখ ফেরাতে পারছি না।’ আরও পড়ুন: বিরতি কাটিয়ে কাজে ফিরছেন শোলাঙ্কি, কোথায় দেখা যাবে দর্শকদের প্রিয় খড়িকে?

এদিন র‌্যাম্পে হাঁটেন ভারতী সিং আর কৃষ্ণা অভিষেকও। ভারতীর কোলে ছিল ছেলে গোলা বা লক্ষ। কালো-নীলের কম্বিনেশনে লং ড্রেস পরেছিলেন ভারতী। অনু রঞ্জন রবিবার মুম্বইতে তার বেটি ফ্যাশনের বার্ষিক ফান্ডরাইজার শো হোস্ট করেছিলেন। মাদার্স ডে-র দিন এই শো হোস্ট করার লক্ষ্যই ছিল নারীর সুরক্ষায় অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো। এদিনের ফ্যাশন শো-তে দর্শকদের মধ্যে ছিলেন অভিনেতা আদিত্য সিল, আনুশকা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, অপরাশক্তি খুরানা এবং নিয়া শর্মারা। আরও পড়ুন: হবু বরের কাঁধে মাথা, গায়ে হলুদ-মেহেন্দি হয়ে গেল মিষ্টি আর রেমোর, রইল ভিতরের ছবি

বছর দুয়েক প্রেম করার পর বিয়ে করেন গিন্নি আর কপিল ২০১৮ সালে। মেয়ে আনায়রার জন্ম হয় ২০১৯ সালে। এখন তার বয়স ৩ বছর। আর ছেলে তৃষাণের জন্ম ২০২১ সালে।

ভারতী বিয়ে করেছেন হর্ষ লিম্বাচিয়াকে ২০১৭ সালে। তাঁদের ছেলে লক্ষ-র জন্ম হয় গত বছর ২০২২ সালে। ভারতী আর কৃষ্ণা, দুজনকেই বর্তমানে দেখা যাচ্ছে কপিল শর্মার কমেডি শো-তে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন