ঐতিহ্য আর পরম্পরা মেনে এই বছরও কাপুর পরিবার চলল ক্রিসমাসের গ্র্যান্ড সেলিব্রেশন। বছরের এই একটা দিন মধ্যাহ্নভোজের জন্য পুরো পরিবারকে একজোট হয়। এদিনের সেলিব্রেশনের মধ্যমণি ছিল রাহা। রণবীর-আলিয়ার দু-বছরের মেয়ে গত বছর ক্রিসমাসের দিনই দুনিয়ার সামনে এসেছিল। এখন সে বেজায় ক্যামেরা-ফ্রেন্ডলি।
সেলিব্রেশনে সামিল বচ্চনের নাতি-নাতনি অগস্ত্য এবং নভ্যা নন্দাও। পার্টির অন্দরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নভ্যা এবং নীতু কাপুর।
কাপুর পরিবার অ্যান্ড ক্রিসমাস
নীতু একটি পারিবারিক ছবির জন্য কাপুর পরিবারের হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পারিবারিক ক্রিসমাস উদযাপন।’ ছবিতে রাহাকে আলিয়ার কোলে চড়ে পোজ দিতে দেখা গেল, অন্যদিকে তার বাবা রণবীর কাপুর হাসিমুখে পোজ দিলেন বউ আর পিসির পিছনে দাঁড়িয়ে। অগস্ত্য নন্দা এবং নভ্যাও বেজায় খুশি। বর্ষীয়ান সদস্য রণধীর কাপুর এবং ববিতা ছিলেন এই ছবির কেন্দ্রে। তবে দেখা মিলল না করিনা-করিশ্মার।
নভ্যা তার ইনস্টাগ্রামে পারিবারিক ছবিও পোস্ট করেছেন। খুড়তুতো বোন এবং কাকিমা নীতাশা নন্দার সাথে একটি ছবিতে পোজ দিতে দেখা গেল নভ্যাকে। করিনা কাপুর, সাইফ আলি খান, তৈমুর এবং জেহ ছুটি কাটাতে শহরের বাইরে, তাই হাজির ছিলেন না তাঁরা। করিশ্মা কাপুর এবং ঋদ্ধিমা কাপুরও এই আনন্দের অংশ হননি।
বচ্চন-কন্যার শ্বেতার শ্বশুরবাড়ির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে কাপুররা। শ্বেতা নন্দা বচ্চনের শাশুড়ি ঋতু নন্দা (প্রয়াত) হলেন রাজ কাপুরের মেয়ে। অর্থাৎ ঋষি কাপুর, রণধীর কাপুররা হলেন শ্বেতার মামাশ্বশুর। সেই পারিবারিক সূত্রতা ধরেই রণবীর হলেন অগস্ত্য ও নভ্যার কাকা (বাবার মামাতো ভাই) এবং করিনা ও করিশ্মা হলেন পিসি (বাবার মামাতো বোন)।
পরিবারের ক্রিসমাস লাঞ্চে ঢোকবার আগে রাহাকে নিয়ে রণবীর ও আলিয়া ছবি তোলেন। পাপারাৎজিদের জন্য এদিন উড়ন্ত চুমুও ছুড়ল রাহা। লাল সাটিনের পোশাকে আলিয়াকে দুর্দান্ত দেখাচ্ছিল, অন্যদিকে রণবীরকে নীল-সাদা স্ট্রাইপড শার্টে ড্যাশিং লাগছিল। গোলাপি ড্রেসে রাহা সবার নজর কাড়লেন। অবশ্য ভিতরে যেতে না যেতেই পোশাক বদলে ফেলে খুদে। পার্টির অন্দরে সান্তা ক্লজের সঙ্গে ম্যাচ করে লাল চেকার্ড পোশাকে সুপার কিউট দেখালো রাহাকে।
আগামিতে লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' এবং নীতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে রণবীরকে। শ্যুটিং চলছে এই দুই ছবির, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। আলিয়াকে শেষবার দেখা গিয়েছিল ভাসান বালার 'জিগরা' ছবিতে। 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'র পর রণবীরের সঙ্গে ফের দেখা মিলবে আলিয়ার, সৌজন্যে বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। যদিও আলিয়ার পরবর্তী রিলিজ শিব রাওয়ালির আলফা, যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ। অগস্ত্য গত বছর নেটফ্লিক্স চলচ্চিত্র আর্চিস দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং শীঘ্রই শ্রীরাম রাঘবনের ইক্কিসে অভিনয় করবেন।