NEW DELHI : প্রয়াত রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর আগে চলচ্চিত্রে তার স্থায়ী প্রভাব উদযাপন করল গোটা কাপুর পরিবার শুক্রবারে। অংশ নিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণধীর কাপুর, আলিয়া ভাট-রণবীর কাপুর, নীতু কাপুর-সহ গোটা পরিবার। শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে কাপুর পরিবারের পক্ষ থেকে বর্ষপূর্তি উদযাপন করা হবে।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৪টি শহর জুড়ে ১০১টি সিনেমা হলে রাজ কাপুরের আইকনিক সিনেমাগুলি প্রদর্শিত হবে। যার উদ্বোধনেই শুক্রবার দেখা গেল কাপুর খানদানকেষ। নজর কাড়লেন রণবীর ও আলিয়া। কালো বন্ধগলায় দেখা গেল রণবীর কাপুরকে। তবে এদিনের বিশেষত্ব ছিল নিঃসন্দেহে ঠোঁটের উপরের গোঁফ। যা দেখে রাজ কাপুরের কথাই সবার আগে মাথায় আসে। সাদা রঙর শাড়িতে সেজেছিলেন আলিয়া। এই বিশেষ দিনে একেবারে ছিমছাম সাজেই দেখা গেল রাহার মাকে।
আরও পড়ুন: ‘পাতাল লোক সিজন ২’ র নতুন পোস্টার দিল অ্যামাজন প্রাইম, ৪ বছরের অপেক্ষার অবশেষে অবসান
এদিন মূলত সাদা-কালো থিমেই পোশাক বেছেছিলেন কাপুররা। কুর্তায় দেখা মিলল ঋদ্ধিমা কাপুরের। নীতুও মেয়ের মতোই বেছে নিয়েছিলেন সালোয়ার। সইফ ও শ্বশুর রণধীর কাপুরেরও কালো পোশাক। রণবীর কালো রুর্তা-পাজামার সঙ্গে নেন লাল রঙের শাল। আর সইফের কালো স্যুট সেট। শাড়িতে এসেছিলেন করিশ্মা কাপুর। করিনার গায়ে লাল সরু পারের পালাজো সেট।
আরও পড়ুন: মোদীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করিনার, দুই ছেলের জন্য কী চেয়ে আনলেন বেবো?
কদিন আগে রাজ কাপুরকে নিয়ে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে নয়াদিল্লি পৌঁছে গিয়েছিলেন কাপুর পরিবারের সদস্যরা। রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর খান, সইফ আলি খান, করিশ্মা কাপুর, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, ভরত সাহানি-সহ একাধিক তারকা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত রাজ কাপুরের ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা। তাই একে বলা হচ্ছে রাজ কাপুর@১০০। প্রয়াত অভিনেতার যে সিনেমাগুলি দেখা যাবে তা হল আগ (১৯৪৮), বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), শ্রী ৪২০ (১৯৫৫), জাগতে রহো (১৯৫৬), জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় (১৯৬০), সঙ্গম (১৯৬৪), মেরা নাম জোকার (১৯৭০), ববি (প্রযোজিত-পরিচালিত, ১৯৭৪) এবং রাম তেরি গঙ্গা মইলি (প্রযোজিত-পরিচালিত, ১৯৮৫)।