শুরুর থেকেই টিআরপি তালিকাতে বেশ ভালো জায়গা করে নিয়েছে কার কাছে কই মনে-র কথা। এই ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণ হল, কেন্দ্রবিন্দুতে রয়েছেন একাধিক মহিলা। মানালী দে, রীতা দত্ত চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়রা ইতিমধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন। চলতি সপ্তাহে টিআরপি ৬.৭।
আপাতত দেখানো হচ্ছে, বিয়ে হয়েছে পলাশ আর প্রতীক্ষার। শুধু তাই নয়, শ্বশুরবাড়িতে এসেই শয়তানি শুরু করে দিয়েছে সে। বলে রাখা ভালো, কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রতীক্ষার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী কুয়াশা বিশ্বাসকে। আর আপাতত কুয়াশার একটি ছবহি তো রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।
নীল রঙের শর্টস পরে আছেন। সঙ্গে মাল্টি কালারের ক্রপ টপ। খোলা চুল, চোখেমুখে ঝরে পড়ছে আবেদন। অনেকেই ভাবছেন, বিয়ে হতেই এ কী ভোল বদল হল প্রতীক্ষার! যদিও একটা রিল লাইফ আর আরেকটা রিলে। সিরিয়ালে বিয়ে করেছেন, আর এই হট ছবিখানা রিয়েল লাইফ কুয়াশার। সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই আগুন লাগান অভিনেত্রী এভাবেই নিজের হট অবতারে।
এর আগে বউ লুকের একাধিক ছবিও কুয়াশা শেয়ার করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। কখনও রীতা তো কখনও স্নেহার সঙ্গে ছবির জন্য দিয়েছিলেন পোজ।
কুয়াশাকে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ‘রামকৃষ্ণ’ ধারাবাহিকে। বাংলা মিডিয়াম ধারাবাহিকেও ছিলেন নেতিবাচক চরিত্রে। অভিনয়ের পাশাপাশি করেন কুয়াশা মডেলিংও।
তবে চলতি সপ্তাহে কার কাছে কই মনের কথা ধারাবাহিক স্লট হারিয়েছে নতুন শুরু হওয়া মেগা গীতা এলএলবি-র কাছে। মাঝে বেঙ্গল টপারও হয়েছিল মানালি-র এই মেগা। প্রথম দিকে ধারাবাহিকে, শাশুড়ি বউমার মধ্যে ঝগড়া দেখানো হলেও, বর্তমানে দেখা যাচ্ছে একে-অপরকে আপন করে নিয়েছেন মানালি আর গীতা। নিজের মা-র জায়গা দিয়েছে শিমুল তার শাশুড়িকেও। আর শাশুড়ি নিজেও বউমা বলতে অজ্ঞান।
আপাতত পলাশকে বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছে প্রতীক্ষা। যদিও মনে মনে প্ল্যান ছকে রেখেছে শিমুলকে বাড়ি থেকে বের করার। আর এই কাজে বরের সাহায্য তো সে পাবেই, ভাসুর পরাগও মিলিয়েছে হাতে হাত। এর আগে দুর্গাপুজোর সময় বিষ খাইয়ে মানালিকে মারার চেষ্টা করেছিল। সেটা সফল না হওয়ায় মনে পুষে রেখেছিল রাগ। এবার নতুন প্ল্যান পথের কাঁটা দূর করার। এখন দেখার পলাশ-পরাগ আর প্রতীক্ষার এই শয়তানি আদৌ বাড়াতে পারে কি না কার কাছে কই মনের কথা-র টিআরপি।