টলিপাড়ায় যেন বিয়ের হিড়িক! এই শীতের গাঁটছড়া বাঁধছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী। ২২ শে জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাক ঘুরলেন ‘কার কাছে কই মনের কথা’র তুতুল। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মেগা মানালি দে অভিনীত ‘কার কাছে কই মনের কথা’। এই মেগায় শিমুলের ননদ অর্থাৎ পরাগের কাকার মেয়ের চরিত্রে অভিনয় করছেন রুম্পা। আরও পড়ুন-বিয়ে করে নিল ফুগলার আন্টি! টুকটুকে লাল বেনারসিতে পুনম, কেন চিন্তায় খুদের ভক্তরা?
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ তিনি। এর আগে হৃদয়হরণ বিএ পাশের মতো মেগায় দর্শক দেখেছে তাঁকে। রুম্পার স্বামীও টেলিপাড়ার অতি পরিচিত মুখ। অর্ণব চৌধুরীর গলায় মালা দিলেন রুম্পা। দীর্ঘদিনের বন্ধুত্ব দুজনের। ১২ বছর ধরে পরস্পরকে চেনেন তাঁরা, বন্ধুত্বে প্রেমের রঙ লাগতে বেশি সময় লাগেনি। অবশেষে কাঙ্খিত পরিণতি পেল সেই সম্পর্ক।
এই মুহূর্তে মিঠিঝোরা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে অর্ণবকে। প্রেমের কথা কোনওদিন গোপন রাখেননি তাঁরা। প্রকাশ্যেই পরস্পরের হাত ধরেছেন। কিছুদিন আগেই প্রি-ওয়েডিং ফটোশ্যুটে ধরা দিয়েছিলেন তাঁরা, তবে বিয়ের তারিখ ফাঁস করতে চাননি। সোমবার বিয়ের ছবি শেয়ার করে চমকে দিলেন অভিনেত্রী।
নিজেদের ওয়েডিং লুক এখনও ফাঁস করেননি রুম্পা-অর্ণব। তবে পরস্পরের হাতের ক্লোজ আপ শট শেয়ার করেছেন। রম্পার হাতে রয়েছে রুপোর সিঁদুর কৌটো। হাত জুড়ে অর্ণবের নামের মেহেন্দি, হাতে শাঁখা-পালা। রুম্পার হাতের নীচে অর্ণবের হাত। এইভাবেই পরস্পরের সাথে থাকার শপথ নিলেন দুজনে। ক্যাপশনে লিখেছেন, ‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম’ (যেখানে তোমার হৃদয়, সেখানেই আমার হৃদয়)।

যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম…
বিয়েতে লাল বেনারসিতেই সেজেছেন রুম্পা, আভাস মিলল ছবিতে। অন্যদিকে অফ হোয়াইট এবং সোনালি জরির কাজের তসর পাঞ্জাবিতে দেখা গেল অর্ণবকে। বিয়ের শুভেচ্ছা জানিয়ে মানালি অর্থাৎ তুতুলের বৌদি শিমুল লেখেন, ‘খুব ভালো থাক ভাই, লাভ ইউ’। শুভেচ্ছা জানান অভিনেত্রী নবনীতা দে-সহ আরও অনেকে।
রুম্পার কথায়, ‘অর্ণব আমার পার্টনার ইন ক্রাইম। দুজনে দুজনের ব্যাপারে সবটা জানি। তবে সেটা কিন্তু প্রকাশ্যে ফাঁস করা যাবে না। (হাসি)’। শিবভক্ত রম্পা-অর্ণব। নায়িকার ইচ্ছে ছিল, কেদারনাথের মন্দিরে বিয়ে করার। তবে বাবা-মায়ের শারীরিক পরিস্থিতির কথা ভেবে পাহাড়ে পরিকল্পনা বাতিল করতে হয়েছে। কিন্তু বর সেখানে তাঁকে নিয়ে যাবে জোর গলায় জানিয়েছেন সে কথা। বিয়ের পর ইতিমধ্যেই নিজের নাম বদলে ফেলেছেন রুম্পা। এখন থেকে তিনি রুম্পা দাস চৌধুরী। নবদম্পতির বিয়ের ছবি দেখার অপেক্ষায় সকলে।