কার কাছে কই মনের কথা ধারাবাহিক এখন দারুণ রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আছে। দর্শকরাও আগ্রহ পাচ্ছেন গল্পের অগ্রগতি দেখে। এবার আবারও শিমুল এবং এই ধারাবাহিকের গল্পে নতুন মোড় আসতে চলেছে। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনল চ্যানেল কর্তৃপক্ষ।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো
সোমবার, ১৩ মে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শিমুলকে হত্যা করার চেষ্টার কেস কোর্টে উঠেছে। কিন্তু সেখানে পলাশের বিরুদ্ধে কোনও প্রমাণ জমা দিতে পারছে না সে। সেখানেই পলাশের উকিল ঘোষণা করে যে তার মক্কেল নির্দোষ। কিন্তু শিমুল সেটা মানতে চায় না। কেস যখন ধীরে ধীরে তার হাত থেকে বেরোতে শুরু করে তখন স্ত্রীর পাশে এসে দাঁড়ায় পরাগ।
পরাগ এদিন কোর্টে দাঁড়িয়ে জানায় সে এবার প্রমাণ দেবে। তখনই শিমুল বোঝে যে পরাগ কিছুই ভোলেনি তার সব মনে আছে। এবার পরাগ সত্যিই সব প্রমাণ জমা দিতে পারে কিনা, বা গল্প কোন দিকে এগোয় সেটাই দেখার। এই বিশেষ পর্বটি এই চলতি সপ্তাহেই দেখানো হবে।
কার কাছে কই মনের কথা ধারাবাহিক প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।