বাংলা নিউজ > বায়োস্কোপ > ধর্মেন্দ্রর বিবাহবার্ষিকীতে নাতির নয়া ইনিংস শুরু! গোপনে বাগদান সারলেন করণ দেওল, পাত্রী কে

ধর্মেন্দ্রর বিবাহবার্ষিকীতে নাতির নয়া ইনিংস শুরু! গোপনে বাগদান সারলেন করণ দেওল, পাত্রী কে

গোপনে বাগদান সারলেন করণ দেওল

Karan Deol: দেওল পরিবারে খুশির হাওয়া। করণ দেওল বিয়ে করতে চলেছেন। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে জুন মাসেই গাঁটছড়া বাঁধবেন তিনি।

চুপিসারে বাগদান সারলেন করণ দেওল, সানি দেওলের ছেলে। তাঁর বহুদিনের প্রেমিকা দৃশা আচার্যের সঙ্গে বাগদান সারলেন তিনি। সানি দেওল বাবা মা, অর্থাৎ ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌরের বিবাহবার্ষিকীতে নাতি তাঁর নতুন জীবনে পা রাখলেন। এতদিন পর্যন্ত করণ তাঁর প্রেমিকার নাম প্রকাশ্যে আনেননি। অবশেষে একাধিক পোর্টালের তরফে জানানো হচ্ছে তাঁর নাম দৃশা আচার্য। যদিও কেউ কেউ বলছিলেন তাঁর নাম দৃশা রায়, তবে পরে জানা যায় তাঁর নাম দৃশা রায় নয়, আচার্য।

সূত্র মারফত জানা গিয়েছে দৃশা আদতে বিখ্যাত চিত্রপরিচালক বিমল রায়ের প্রপৌত্রী। তিনি দুবাইতে থাকেন, সেখানে তিনি একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। ম্যানেজার পোস্টে কর্মরতা তিনি। এই জুটির ঘনিষ্ট এক ব্যক্তি তাঁদের ব্যাপারে জানিয়েছেন 'ওদের অনেক ছোটবেলার সম্পর্ক। একদম চাইল্ড রোম্যান্সের আদর্শ উদাহরণ।' তিনি আরও বলেন, 'বাগদান হয়ে গিয়েছে। দৃশা এখন মুম্বইতে আছে। খুব শীঘ্রই ওরা আনুষ্ঠানিক ভাবে সবটা ঘোষণা করবে।'

জানা গিয়েছে মুম্বইতে ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তাঁরা জুন মাসেই বিয়ে সারবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিয়ের জায়গা বুক করা হয়ে গিয়েছে। বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে হয়তো তাঁদের বিবাহ বাসর বসতে পারে। সেই ব্যক্তি জানিয়েছেন, ‘বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছে। তবে সেটা কেবল মাত্র নিকট আত্মীয়রা জানেন।’তবে করণের তরফে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত ধর্মেন্দ্রকে আগামীতে রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে সেই ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি এবং জয়া বচ্চনকেও দেখা যাবে।

বন্ধ করুন