নিজের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য দারুণ সারপ্রাইজ রইল করণ জোহরের তরফে। রকি অউর রানি কি প্রেম কাহানির পর পরিচালক করণ ঘোষণা করলেন তাঁর নতুন ছবির। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে পরিচালক করণের ছবির সংখ্যা হাতে গোনা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালক এদিন কেরিয়ারের ৮ নম্বর ছবির ঘোষণা সারলেন হাসি মুখে। আরও পড়ুন-কানে ফের ইতিহাস ভারতীয় কন্যের! গ্রাঁ প্রিঁ জিতল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’
ছবি নিয়ে বিশেষ কোনও তথ্য সামনে আনেননি পরিচালক। এমনকী ছবির নামও এখনও ঠিক করেননি। ‘শিরোনামহীন’ ন্যারেশান ড্রাফট হাতে নিয়ে ছবি দিলেন করণ। সাদা পাতার উপর বড় বড় হরফে লেখা, ‘করণ জোহর পরিচালিত… ২৫শে মে ২০২৫’। অর্থাৎ আগামী বছর জন্মদিনেই পরিচালক করণ ফিরছেন নতুন ছবি নিয়ে। এই পোস্টের ক্যাপশনে করণ লিখেছেন, ‘গেট, সেট অ্যান্ড গো….’।
হাতে সময় কম, তাই দৌড়ানো শুরু করে দিয়েছেন করণ। পরিচালকের নতুন ছবি নিয়ে উত্তেজিত ভক্তরা। করণের ঘনিষ্ঠ বন্ধু মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী) হাততালি এবং লাল হৃদয়ের ইমোজি যোগ করেন। শুভেচ্ছা জানান গুণিত মঙ্গা, আয়েশা শ্রফরাও। তবে ভক্তদের একটাই দাবি, শাহরুখ খান কি এই ছবিতে কাজ করছেন? কেউ আবার করণের ছবিতে ফের একবার শাহরুখ-কাজল জুটিকে দেখতে চায়।
একটা সময় পরিচালক করণ জোহরের ছবি মানেই শাহরুখের উপস্থিতি ছিল বাঁধা। কিন্তু রকি অউর রানি কি প্রেম কাহানির সঙ্গে এসআরকে-র কোনও প্রত্যক্ষ যোগ ছিল না। তাতে হতাশ অনুরাগীরা। রকি অউর রানি কি প্রেম কাহানির সঙ্গে সাত বছর পর পরিচালকের আসনে ফেরেন করণ। আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত এই ছবি বক্স অফিসে যেন টাকা কামাই করেছে, তেমনই সমালোচকদের দ্বারাও প্রশংসা কুড়িয়েছে।
রকি অউর রানি কি প্রেম কাহানি মুক্তির সময়ই করণ কথা দিয়েছিলেন পরিচালনা থেকে আর দূরে থাকতে চান না তিনি। প্রযোজক করণের খোলস ছেড়ে বেরিয়ে আরও বেশি করে পরিচালনাতে মন দেবেন। কথা রাখলেন করণ জোহর। করণ, শাহরুখ এবং কাজল যখনই একত্রিত হন তখনই ম্যাজিক তৈরি করেন। কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম থেকে মাই নেজ ইজ খান, তালিকাটা লম্বা। এবারও কি তেমন কিছু ঘটতে চলেছে? নাকি তরুণ প্রজন্মকে নিয়েই এগোবেন করণ? জবাব জানা যাবে আগামী কয়েক মাসেই।