বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমরা তো ভবিষ্যত বলতে পারব না’, ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়ার ভয় পাচ্ছেন নাকি করণ-অয়ন!

‘আমরা তো ভবিষ্যত বলতে পারব না’, ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়ার ভয় পাচ্ছেন নাকি করণ-অয়ন!

ব্রহ্মাস্ত্র পরিচালক অয়নের উদ্দেশে যা লিখলেন করণ জোহর সোশ্যাল মিডিয়ায়।

একই হাল যেন না হয় রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-র। ভারতের নিজস্ব অবতার-ফিল্ম। হাই বাজেটের এই সাইন্স ফিকশন না চললে বড় ক্ষতি হবে করণ জোহর ও ধর্মা প্রোডাকশনের।

বক্স অফিসে একের পর এক মুখ থুবরে পড়ছে বড় বাজেটের ছবি। বড় বড় তারকাদের নামও সিনেমাকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারছে না। কঙ্গনা রানাওয়াতের ‘ধকর’, রণবীর কাপুরের ‘শামশেরা’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’-এর জ্বলন্ত উদহারণ। এখন দর্শক মনেও একটাই ভয়, একই হাল যেন না হয় রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-র। ভারতের নিজস্ব অবতার-ফিল্ম। হাই বাজেটের এই সাইন্স ফিকশন না চললে বড় ক্ষতি হবে করণ জোহর ও ধর্মা প্রোডাকশনের।

করণের গলাতেও কি এই একই ভয় ধরা পড়ল নাকি। সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল ১৫ অগস্ট। সেদিন সোশ্যালে একটি দীর্ঘ নোট লেখেন করণ। আর তার একজায়গা ছিল ছবির উল্লেখও, ‘তুমি ব্রহ্মাস্ত্র ছবির পিছনে যে পরিমাণ সময় দিয়েছ তা আমি দেখেছি। আমি এর আগে কাউকে দেখিনি কোনও একটা ছবির পিছনে এতটা সময় দিতে। কাল কী হবে বা নির্দিষ্ট করে বললে ৯ সেপ্টেম্বর কী হবে তা হয়তো আমরা কেউই এখন বলতে পারব না। কিন্তু সিনেমার প্রতি তোমার কঠিন পরিশ্রম আর কমিটমেন্ট জিতে গিয়েছে। তুমি শুধু ওড়ো, শুধু উপরে ওঠো। স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি সেটার উপরে বিশ্বাস রাখো। আর আমি জানি সেটা তোমার আছে। তোমার স্বপ্ন হল তোমার ভালোবাসার কাজটা সবাই দেখবে। ভালোবাসি তোমায় আমার বাচ্চা। আর হ্যাঁ শুভ জন্মদিন।’ আরও পড়ুন: লাল সিং চাড্ডার ভরাডুবিতে ছবির নির্মাতাদের কাছে ক্ষতিপূরণ চাইল ডিসট্রিবিউটররা?

বলিউড নিয়ে মানুষের মনে এখন যে নিরাশা তৈরি হয়েছে তার থেকে ১ মাস আগে থেকেই ঘুরতে শুরু করেছে ‘boycott Brahmastra’। তাঁদের দাবি এই সিনেমা ভারতে হিন্দু ভাবাবেগে নাকি আঘাত করবে। সিনেমায় শিব, অগ্নি অস্ত্র হিসেবে দেখা মিলবে রণবীরের আর তার প্রেমিকা হবে আলিয়া। ছবিতে রয়েছেন আমিতাভ, মৌনি, নাগার্জুনা। আরও পড়ুন: ভিডিয়ো সেক্স না করলে ছড়িয়ে দেওয়া হবে নিষিদ্ধ ছবি, উরফিকে হুমকি পঞ্জাবি অভিনেতার

করণ জোহরের সোশ্যাল পোস্ট।
করণ জোহরের সোশ্যাল পোস্ট।

পাঁচ বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে এই সিনেমা। এই ছবি থেকেই রণবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেম। ‘ব্রহ্মাস্ত্র’-তেই প্রথম স্ক্রিন শেয়ার করবেন। তাই ‘রালিয়া’ ভক্তরা এখন থেকেই মুখিয়ে আছে এই ছবি নিয়ে। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার রয়েছে এই সিনেমায়। খরচ হয়েছেও আকাশছোঁয়া, ৩০০-৫০০ কোটির মতো। এবার ছবি যদি না চলে সত্যি বড় ক্ষতি হবে করণ জোহরের।

 

বন্ধ করুন