সোশ্যাল মিডিয়ায় হামেশাই মজাদার ভিডিয়ো পোস্ট করে থাকেন পরিচালক-প্রযোজক করণ জোহর। বুধবার ছেলেমেয়েকে নিয়ে রাহার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন করণ। সেখানেই দুই পুরোনো বন্ধুর মুখোমুখি তিনি। সন্তানদের নিয়ে রাহার জন্মদিনে হাজির হয়েছিলেন রানি এবং করিনা। আরও পড়ুন-‘বন্যেরা বনে সুন্দর…’, জন্মদিনে রাহাকে প্রকৃতির পাঠ রণবীর-আলিয়ার,রইল অন্দরের ছবি
তাঁদের সেই মোলাকাতের টুকরো ঝলক উঠে এল করণের ইনস্টাগ্রাম ভিডিয়োয়। করিনাকে দেখেই জাপটে ধরেন রানি, আদিত্য ঘরণীর গালে চকাস করে চুমুও খেলেন বেবো।
করিনা ও রানির মিষ্টি ভিডিয়ো
ভিডিওতে, উভয় তারকাকেই উষ্ণ আলিঙ্গন ভাগ করে নিতে দেখা গিয়েছে। রানি-করিনার বন্ধুত্ব দু-দশক পুরোনো। হৃতিকের সঙ্গে ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। যেখানে বেস্ট ফ্রেন্ডের ভূমিকায় পাওয়া গিয়েছিল দুজনকে। এদিনও বেবো কুছ কুছ হোতা হ্যায় অভিনেত্রীর গালে একটি মিষ্টি চুম্বন আঁকলেন। করণ দুজনের দিকে ক্যামেরায় তাক করে বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ রানি সটান না করে দেন। ওদিকে করিনা বলেন, ‘তোমার সঙ্গে বন্ধুত্ব করে পস্তাচ্ছি’।
করিনার জন্য কভি খুশি কভি গমের আইকনিক সংলাপও যোগ করেন করণ, ‘প্রম পে ম্যায় তুমহারে সাথ হি জাউঙ্গা’। এই কথা শুনেই মুখ লুকানোর চেষ্টা করেন করিনা। বলেন, ‘হে ভগবান! কেন এমন করছ তুমি?’
ভিডিওটি শেয়ার করে করণ ক্যাপশনে লিখেছেন, ‘যব পু মেট টিনা…’। প্রসঙ্গত, করণের কুছু কুছ হোতা হ্যায় ছবিতে টিনার চরিত্রে অভিনয় করেছিলেন রানি। তিনি কাভি আলবিদা না কেহনাতেও করণের লিডিং লেডির চরিত্রে ছিলেন। এদিকে করণ পরিচালিত 'কভি খুশি কভি গম'... ছবিতে পু (পূজা) হিসাবে ধরা দিয়েছেন করিনা। এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন রানিও।
মুঝসে দোস্তি করোগের পাশাপাশি তলাশ ছবিতেও একসঙ্গে দেখা মিলেছিল করিনা ও রানির। রানিকে শেষ দেখা গিয়েছিল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। শীঘ্রই মর্দানি ২-এর কাজ শুরু করবেন রানি। অন্যদিকে করিনাকে 'সিংহাম এগেইন'-এ হালে দেখা গিয়েছে। ছবির সাফল্যে উচ্ছ্বসিত নবাব বেগম। করণের শেষ পরিচালিত ছবি ছিল ২০২৩ সালের রকি অউর রানি কি প্রেম কাহানি, যেখানে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনয় করেছিলেন।