বলিপাড়ার বহু স্টারকিড তাঁর হাত ধরেই সিনে দুনিয়ায় পা রেখেছেন। এই তালিকায় রয়েছেন ২৩ জন নবাগত পরিচালক, আর ৮ জন অভিনেতা। করণের হাত ধরেই বলিউডে পা রেখেছেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা থেকে আলিয়া ভাট, অনন্যা পাণ্ডেরা। আর এবার পালা সইফ-অমৃতা পুত্র ইব্রাহিমের।
২৮ জানুয়ারি 'The Next Big Thing' বলে করণের পোস্টের পরই হইচই পড়ে গিয়েছিল। এবার কাকে লঞ্চ করছেন করণ? তখনই গুঞ্জন শুরু হয়, এবার কি তবে করণের হাত ধরে বলিউডে আসছেন ইব্রাহিম?
জল্পনাই সত্যি। বুধবার অফিসিয়ালি ইব্রাহিমকে লঞ্চ করার কথা ঘোষণা করেই ফেললেন পরিচালক প্রযোজক করণ জোহর। ইব্রাহিমের ছবি দিয়ে লম্বা একটা পোস্ট সেকথাই স্পষ্ট করেছেন করণ। এদিন ইব্রাহিমের বিষয়ে কথা বলতে গিয়ে করণ ফিরে গিয়েছেন ৪০ বছর আগের স্মৃতিতে। জানিয়েছেন, তাঁর সঙ্গে সইফ ও অমৃতার প্রথম সাক্ষাতের কথা।
আরও পড়ুন-ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব? স্থগিত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির শ্যুটিং
করণের পোস্ট
ইব্রাহিম আলি খানের বেশকয়েকটি ছবি শেয়ার করে ছেন করণ জোহর। সঙ্গে লেখেন ‘অমৃতা বা ডিঙ্গি, প্রিয়জনরা যেভাবেই তাঁকে ডাকতে পছন্দ করুক না কেন...,ওঁর সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়, তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। উনি দুনিয়া-নামে আমার বাবার সঙ্গে @dharmamovies জন্য একটি ছবি করেছিলেন। সেসময় ক্যামেরায় ধরা পড়া অমৃতার মাধুর্য, এনার্জি এবং প্রতিফলনের কথা আমার স্পষ্ট মনে আছে।’
ফের করণ লেখেন, ‘তবে আমার সবচেয়ে বেশি মনে আছে আমাদের প্রথম সাক্ষাতের ঠিক পরে অমৃতা এবং ওর হেয়ারস্টাইলিস্টের সঙ্গে সবচেয়ে উষ্ণ চাইনিজ ডিনার, তারপরে একটি জেমস বন্ড সিনেমা! আমার সঙ্গে দেখা হওয়ার দ্বিতীয় দিনেই উনি আমাকে আপন করে নিয়েছিলেন। আর এটাই ছিল ওঁর অনুগ্রহের শক্তি ... যা ওঁর এবং ওঁর সন্তানদের মধ্যেও রয়েছে!’
এরপর নিজের পোস্টে সইফ ও সারার সঙ্গে প্রথম দেখার প্রসঙ্গে টেনে করণ বলেন, 'সইফের সঙ্গেই আনন্দ মহেন্দ্রুর অফিসেই আমার প্রথম দেখা হয়। তরুণ, ভদ্র, নমনীয় এবং উদাস... অনেকটা ইব্রাহিমের সঙ্গে প্রথম দেখা হওয়ার মতো। একটা দৃঢ় বন্ধুত্ব যা আমাদের প্রজন্ম থেকে সৌভাগ্যক্রমে আমাদের বাচ্চাদের মধ্যেও অব্যাহত রয়েছে! এই পরিবারকে আমি ৪০ বছর ধরে চিনি। অমৃতার সঙ্গে দুনিয়া, সাইফের সঙ্গে 'কাল হো না হো', সারার সঙ্গে সিম্বার পর আরও অনেকে (আসছেন!) আমি এই পরিবারের হৃদয়টাকেও জানি।'
ইব্রহিমকে লঞ্চ করার প্রসঙ্গ টেনে করণ বলেন, ‘সিনেমা তাঁদের রক্তে, তাঁদের জিনে এবং তাঁদের আবেগে রয়েছে। আমরা শুধু প্রতিভাগুলি প্রভাবিত হওয়ার জন্য রাস্তা তৈরি করি। যেগুলি গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আর অপেক্ষা করতে পারছি না। সুতরাং, @iakpataudi আপনাদেরর হৃদয়ে নিজের পথ তৈরি রতে আসছেন। সঙ্গে থাকুন শীঘ্রই... পর্দায় দেখা হবে! (লাল হৃদয় এবং ক্ল্যাপার বোর্ডের ইমোজি)’ দিয়ে নিজের লেখা শেষ করেছেন। ধর্মা প্রোডাকশনেক তরফেও ইব্রাহিমকে লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে।
ইন্টারনেটের প্রতিক্রিয়া
করণের এই পোস্টের নিচে এক ব্যক্তি লিখেছেন, ‘আপনি তৈমুর এবং জেহকেও লঞ্চ করবেন .. উত্থানকারীদের উত্থান।’ একজন মন্তব্য করেছেন, ‘করণ জোহর পিছু হটলেন না, সেই স্বজনপোষণের রাজধানীতেই ঢুকে পড়লেন।’ আরও একজন লিখেছেন, ‘কোনও প্রতিভার প্রয়োজন নেই! এটা হলো জীবনবৃত্তান্ত..! ল্যাব গ্রোন বডি এবং করণ জোহরের সঙ্গে সংযোগ .. আশ্চর্যের কিছু নেই যে ভারত মাঝারি মানের লোকদের দ্বারা পূর্ণ যাঁরা মধ্যপন্থা প্রচার করে!’ আরও একজনের কটাক্ষ ‘আরেকটি নেপো বেবি।’
জানা যাচ্ছে, করণ জোহরের হোম প্রোডাকশন 'নাদানিয়ান'-এ অভিনয় করবেন ইব্রাহিম। এতে খুশি কাপুরকেও দেখা যাবে।