বলিউডের চলচ্চিত্র নির্মাতা করণ জোহর সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কোনো নিরাপত্তা পরীক্ষা ছাড়াই প্রবেশ করে কটাক্ষের মুখে পড়েছেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে গেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাঁকে ফের ডেকে পাঠান। আর তা নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল হাসাহাসি।
নির্মম ভাবে ট্রোল করা হচ্ছে করণকে। ‘অশিক্ষিত’ থেকে শুরু করে ‘অহংকারী’, কী না বলে ডাকা হচ্ছে!
যে ভিডিওটি এখন ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, তাতে KJo পরে আছেন কালো টি-শার্ট এবং ঢোলা প্যান্ট। সঙ্গে একটি সাদা ওভারসাইজড জ্যাকেট এবং কাঁধে একটি হাই-এন্ড Gucci x Adidas ব্যাগ। এয়ারপোর্টে ঢোকার মুখে যাথারীতি পাপারাজ্জিদের জন্য পোজ দেন করণ। তারপরই
বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য না দাঁড়িয়ে গটগটিয়ে হেঁটে সোজা বিমানবন্দরের ভিতরে চলে যান। তখন একজন আধিকারিক তাঁর পিছনে ছুটে গিয়ে থামায়। এবং টিকিট এবং বোর্ডিং পাস দিতে বলে। প্রয়োজনীয় চেক করার পরেই সিআইএসএফ কর্মীরা তাকে বিমানবন্দরে প্রবেশ করতে দেয়।
করণ এই ঘটনার জন্য নির্মমভাবে ট্রোলড হচ্ছেন সোশ্যালে। একজন লিখেছেন, ‘অহংকারী। এয়ারপোর্টের নিরাপত্তারক্ষীদেরও মানুষভাবে না যেন! মুখচোখ করছে দেখো!’ অপরজন লিখলেন, ‘মোদীর থেকেও বেশি ব্যস্ত করণ জোহর। পারলে প্লেন গিয়ে ওর বাড়ির সামনে থামে।’ তৃতীয়জন লিখলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয়। সবাই সমান।’
আরেকজন ঠাট্টা করে লিখলেন, ‘পুলিশকে KJO: তোমার সাহস কতো - কেন তুমি আমাকে থামালে... আমি আমার ক্যাটওয়াকের দৃশ্যের মধ্যে ছিলাম।’
কাজের ফ্রন্টে, করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ২৮ জুলাই ২০২৩-এ বড় পর্দায় মুক্তি পাবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। রকি অর রানি কি প্রেম কাহানিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র। সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম ১৮ স্টুডিও। মা হওয়ার পর এটাই হবে আলিয়ার প্রথম ছবি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)