বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘১ লাখের নীচে চশমা পরি না’, দাবি করণের! ভিডিয়ো ভাইরাল হতেই এল হাস্যকর প্রস্তাব

‘১ লাখের নীচে চশমা পরি না’, দাবি করণের! ভিডিয়ো ভাইরাল হতেই এল হাস্যকর প্রস্তাব

করণ জোহর। 

একটি আইওয়্যার ব্র্যান্ড এই ভিডিয়োটি শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে তাঁদের পণ্য পছন্দ হলেও, এত কম দাম হওয়ায় তা কিনতে রাজি হচ্ছেন না করণ জোহর। দেখুন-

করণ জোহরের ব্র্যান্ড-প্রীতি কারওরই অজানা নয়। ফাঙ্কি, ওভারসাইজড পোশাকেই সবচেয়ে বেশি দেখা যায় তাঁকে। আর পোশাকের সঙ্গে তাঁর ঘড়ি, চশমা, জুতো, ব্যাগও হয় দেখার মতো। আজকাল তো কো-স্টাররাও মস্করা করেন তাঁর সঙ্গে এই নিয়ে। সম্প্রতি এক ভিডিয়োতে দেখা মিলল করণ জোহরের। যেখানে একটি চশমা তাঁর বড়ই মনে ধরেছে। কিন্তু এত কম দামের জিনিস আদৌ নেবেন কি না, সেটা নিয়েই তিনি খুব চিন্তিত।

ভিডিয়োটি শেয়ার করেছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পিয়ুশ বনশল, যিনি ভারত-খ্যাত একটি আই ওয়্যার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। তিনি ভিডিয়োর ক্যাপশনে লিখলেন, ‘কোন ক্যাপশন এটির বর্ণনা করতে পারে না! তাই শুধু দেখুন।’

ভিডিয়োটি শুরুতে দেখা যায়, বিদেশে ছুটি কাটাতে এসে করণ সবুজ স্যুট পরে একটি ক্যাফের বাইরে বসে। তিনি পিয়ুশকে ফোন লাগান, যে সেই সময়ে ভারতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিল। পিয়ুশ তা সত্ত্বেও ফোন ধরলে, করণ অবিলম্বে তার কোম্পানির ওয়েবসাইটে দেখা এক জোড়া চশমার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে।

চশমাটির দাম '৯৯৯' দেখে তিনি বেশ খুশিই হন এবং পিয়ুশকে নিশ্চিত করতে বলেন যে অঙ্কটি ডলারে! আর তখন এই শার্ক তাকে সংশোধন করে বলেন যে এটা ডলারে নয়, ভারতীয় টাকায়। আর তকই করণ জোহর পরে যান সমস্যায়। বলেন, ‘আমি তো ১ লাখের নীচে চশমা পরিই না’। তিনি পিয়ুশকে চশমার জন্য ৯০ হাজার টাকা চার্জ করতে বলেন। এমনকী পিয়ুশকে রাজি করানোর জন্য দাম কমিয়ে ৮০ হাজার দেবেন সেই প্রস্তাবও দেন। কিন্তু পিয়ুশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাঁর ব্র্যান্ডের পরিবর্তে অন্য কোন দামী ব্র্যান্ড থেকে কিনতে বলে ফোন কেটে দেয়।

যদিও পুরোটাই বিজ্ঞাপনের প্রচার, তবুও করণ জোহরকে ট্রোল করার সুযোগ এবারেও ছাড়ল না নেটপাড়ার একটা অংশ। পিয়ুশের কোম্পানির যেহেতু দাবি (বিজ্ঞাপন অনুসারে) তাঁরা কোনও মিডলম্যান রাখেন না বলেই দাম এত কম থাকে, তাই কেউ কেউ করণ জোহরের জন্য মিডলম্যান হতেও প্রস্তুত। একজন কমেন্ট করেছেন, ‘আমি মিডলম্যান হতে প্রস্তুত। চশমাটি ওখান থেকে কিনে ভালো করে ঘিফট প্যাক করে তা পৌঁছে দেব আপনার কাছে। নগদ টাকা তৈরি রাখুন।’ অপর জন লিখলেন, ‘আপনি চশমাটা ৯৯৯ টাকায় নিন। বাকিটা আমাকে ডেলিভারি চার্জ হিসেবে দিয়ে দেবেন।’ বিজ্ঞাপনে পিয়ুশকে চশমা পরে ঘুমোতে দেখে একজন কমেন্ট করেছেন, ‘আপনি চশমা পরে ঘুমান? নাকি বিজ্ঞাপনের কোনও সুযোগই আসলে ছাড়তে চাইছেন না!’

 

বায়োস্কোপ খবর

Latest News

শাক–সবজির বাজারে আগুন দর, সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ, বানভাসী অবস্থা দায়ী স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী? স্পিন বিভাগ শক্তিশালী করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষিত হল স্কোয়াড গ্রামের মেয়ে অলিম্পিকে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা? আরজি কর আবহে ফের উঠে এল ধনঞ্জয়ের ফাঁসির কথা, মামলা কি 'রিওপেন' হবে? পিতৃপক্ষে এই ২ গাছে করুন জল নিবেদন ও পুজো, পূর্বপুরুষদের কৃপায় আসবে সমৃদ্ধি মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বারবার শেষ ধাপে হোঁচট, কীভাবে বদলাবে প্রবণতা, জানালেন হরমনপ্রীত সেই রাতে সঞ্জয় ছাড়া আরও 'অনেক সন্দেহভাজন' ছিল আরজি করে, নয়া সূত্র CBI-এর হাতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.