পুরুষরা মহিলাদের থেকে সব সময় বেতন বেশি পান, কাজের ক্ষেত্রে সমসাময়িক হলেও মহিলারা পুরুষদের মতো সম্মান পান না, এমন কথা মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় বলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে। এবার এই লিঙ্গ রাজনীতি নিয়েই মুখ খুললেন অন্যতম পরিচালক করণ জোহর।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা বলেন, সিনেমা হল একটি বৃহৎ পরিসর, বিনোদন, আনন্দের মাধ্যম। আপনি যদি শিল্পকে অনুভব করতে চান, তাহলে কোনও ভুল রাজনীতি ছাড়াই আপনি এটি করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে ভুল লিঙ্গ রাজনীতি, ভুল উপায়ে প্রচার না করে একটি সিনেমাকে বৃহৎ দর্শকদের সামনে তুলে ধরতেই পারেন আপনি।
করণ বলেন, দুর্ভাগ্যবশত পৃথিবীতে এমন কোনও সেন্সরশিপ নেই, যা আপনাকে সাহায্য করতে পারে এই বিষয়ে। আপনাকে স সেন্সরশিপ হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা পুরুষদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন, নারী পরিচালিত অথবা নারী ভিত্তিক সিনেমা বলিউডে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে।
পরিচালক বলেন, আলিয়ার গাঙ্গুবাই একটি নারীভিত্তিক সিনেমা ছিল। সকলের ভীষণ পছন্দের ছিল সিনেমাটি। এই সিনেমায় একাধিক নামিদামি তারকা থাকা সত্ত্বেও আলিয়ার প্রাধান্য ছিল অনেক বেশি। এই সিনেমার সাফল্যই প্রমাণ করে দেয় যে একজন মেয়ে একটি সিনেমাকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে পারে।
আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা-পরিচালক, তাও ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন মাধবন! কেন?
আরও পড়ুন: ‘আমার নাম ব্য়বহার করে….’, মুক্তির আগে ১০ই জুন থেকে সরলেন সৌমিতৃষা! বিতর্কের জল গড়াল ফোরামে
করণের কথায়, পুরুষরা বেতন সমতার কথা বলেন এবং তাঁদের বেশি বেতন দেওয়াই উচিত কারণ পুরোটাই একটি সিনেমাকে পরিচালিত করেন। তবে এখন একজন পুরুষের পাশাপাশি একজন মহিলাও একটি সিনেমাকে একা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সাফল্য নিয়ে আসতে পারেন।
প্রসঙ্গত, করণ জোহর এই মুহূর্তে সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সিনেমা ‘নাদানিয়া’ প্রযোজনা করছেন। ইব্রাহিমের বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন খুশি কাপুর। সিনেমাটি পরিচালনা করছেন শাওনা গৌতম। ২০২৬ সালের সিনেমাটির মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।