বাংলা নিউজ > বায়োস্কোপ > গুচ্চির জ্যাকেট পরলেন করণ, দেখেই ফারহার কটাক্ষ ‘পুরো উটপাখি লাগছে!’

গুচ্চির জ্যাকেট পরলেন করণ, দেখেই ফারহার কটাক্ষ ‘পুরো উটপাখি লাগছে!’

ইনস্টাগ্রামে করণের নতুন ছবি নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠলেন ফারহা খান।

ছবি তৈরির বাইরে বরাবরই নিজের সাজপোশাক ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য চর্চায় থেকেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। কখনও কখনও হাসির খোরাকও হয়েছেন।

ছবি তৈরির বাইরে বরাবরই নিজের সাজপোশাক ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য চর্চায় থেকেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। কখনও কখনও হাসির খোরাকও হয়েছেন। তবুও করণকে থামানো যায়নি।এবার ইতালীর বিলাশবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘গুচ্চি’র ফেদার জ্যাকেট পরে ফের হাসির পাত্র হলেন এই জনপ্রিয় পরিচালক। আর তা শুরু করেছিলেন আরও এক বলি-পরিচালক তথা করণের প্রিয় বন্ধু পরিচালক ফারহা খান। করণের পরা ওই পোশাক দেখে তাঁকে উটপাখির সঙ্গে সরাসরি তুলনা করে বসলেন 'ম্যায় হুঁ না'-র পরিচালক।

নেটমাধ্যমে ওই পোশাকে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন করণ। সেখানে দেখা যাচ্ছে একটি দেওয়ালের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দেওয়ালে ঝুলছে একটি ছবি। এবং করণ পরে রয়েছেন ওই ফেদার জ্যাকেটের সঙ্গে ফিটেড ট্রাউজার্স ও টকটকে লালরঙা বুট। সেই সঙ্গে চোখে রয়েছে মানানসই গগলস। করণের সেই জ্যাকেট দেখেই সেটিকে সরাসরি 'উটপাখির মতো পোশাক' বলতে এতটুকুও সময় নেননি ফারহা। দ্বিধাও করেননি। তাঁর এই কমেন্ট যে বেশ মনে ধরেছে নেটিজেনদের তা বলার জন্য কোনও পুরস্কার নেই।

উল্লেখ্য, করণের ওই 'উটপাখি'মার্কা জ্যাকেট দেখ চোখ কপালে উঠেছে নেটাগরিকদেরও। তাঁরাও ইয়ার্কি মারতে পিছপা হননি। একের পর এক টুইট ভরে গিয়েছে করণ ও তাঁর পরনে ওই ‘গুচ্চি’-এ ফাদার জ্যাকেটকে কটাক্ষ করে। কেউ কেউ তো তাঁর উদ্দেশে বলেছেন, 'খুব জলদিই রণবীর সিং হওয়ার পথে এগোচ্ছেন আপনি।'

বন্ধ করুন