প্রেমের সিনেমা আর করণ জোহর, ঠিক যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। একজন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং টক শো হোস্ট, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু পরিবার, প্রেম, বন্ধুত্বর উপর করণের কতটা ঝোঁক তা প্রমাণিত হয়েছে। একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে, তিনি নতুন সিনেমার ঘোষণা করলেন। যা ফের তৈরি হতে চলেছে, রোম্যান্সকে কেন্দ্র করে।
করণ জোহর বুধবার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘ভালোবাসা.... পেয়ার... ইশক ... মহব্বত... আমরা @dharmamovies সবসময় আবেগ এবং সহানুভূতির সঙ্গে প্রেমের গল্প বলেছি... আমরা চেষ্টা করি এমন প্রেমের গল্প শোনাতে যা দর্শকদের গভীরে গিয়ে অনুরণিত হয় এবং চিরন্তন সঙ্গীতের মাধ্যমে তাদের বিনোদন দেয়। বেশ কিছু সময় পর আমরা আবার তরুণ কাস্টদের নিয়ে একটি প্রেমের গল্প নিয়ে ফিরে এসেছি। এটি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’
আরও পড়ুন: এ তো পুরো হৃতিক! সুজনের পাশে ২ ছেলে, রীতিমতো চোখ কপালে উঠল নেটিজেনদের
আর বৃহস্পতিবার সামনে আনলেন এই নতুন ছবির পোস্টার। যে ছবির নায়ক লক্ষ্য আর নায়িকা অনন্যা পাণ্ডে। ছবি পরিচালনা করছেন বিবেক সোনি। সিনেমার নাম ‘চান্দ মেরা দিল’। সব ঠিক থাকলে ২০২৫ সালেই মুক্তি পাবে এই সিনেমা।
‘আমাদের কাছে দুটো চাঁদ আছে, একটা নিদারুণ পাগল প্রেমের গল্প আপনাদের কাছে উপহার দিতে, যা আগে কখনো হয়নি। পাগলামি ছাড়া প্রেমের যে কোনো মজাই নেই!’
আরও পড়ুন: কাওকে বলা হয় ‘হাতি’, তো কেউ পাননি কাজ! ইন্দ্রাণীর মতো কারা ওজন নিয়ে হন ট্রোল
এর আগে লক্ষ্যকে দর্শক দেখেছে কিল সিনেমাতে। যদিও অনন্যা ধর্মা প্রোডাকশন, বলা ভালো করণ জোহরের ঘরের মেয়ে। এর আগে অ্যাকশন দিয়ে দর্শকের মন জয় করা লক্ষ্যকে, আদ্যোপান্ত প্রেমের ছবিতে দেখা নিসন্দেহে বড় উপহার হতে চলেছে দর্শকদের কাছে।
আরও পড়ুন: আরজি কর আবহে কনসার্ট বাতিল, নভেম্বরেই একসঙ্গে গাইবেন লোপা-জয়! কত দাম টিকিটের
এদিকে কয়েকদিন আগেই জানা যায়, নিজের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বেচে দিয়েছেন করণ জোহর। ব্যবসায়ী আদর পুনাওয়ালা করণ জোহরের ধর্মা প্রোডাকশনে ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন, ১০০০ কোটি টাকায়। আপাতত তাই করণের হিট পাওয়া খুব দরকার। দেখার অনন্যা আর লক্ষ্যকে টিমে নিয়ে আদৌ কোনো লক্ষ্মীলাভ হয় নাকি ধর্মা প্রোডাকশনের।