বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan-Kangana: এয়ারপোর্ট নাকি সাংবাদিক বৈঠকের জায়গা! কঙ্গনাকে খোঁচা করণের? নেপো-কিড নিয়ে কথা নয়

Karan-Kangana: এয়ারপোর্ট নাকি সাংবাদিক বৈঠকের জায়গা! কঙ্গনাকে খোঁচা করণের? নেপো-কিড নিয়ে কথা নয়

কঙ্গনাকে খোঁচা করণের

Karan vs Kangana: নেপো কিডদের প্রশংসা করবেন না, জানিয়ে দিলেন করণ। পাশাপাশি এয়ারপোর্টে ‘প্রেস কনফারেন্স’ প্রসঙ্গ টেনে কঙ্গনাকে বিদ্রুপ পরিচালকের। 

কঙ্গনা আছেন কঙ্গনাতেই! বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার কোনও সুযোগ হাতছাড়া করেন না ‘থালাইভি’ নায়িকা। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, বলিউড ছাড়তে তাঁকে বাধ্য করেছিল একটা গ্যাং। দেশি গার্ল কারুর নাম না নিলেও ‘ফ্যাশন’ কো-স্টারের পাশে দাঁড়িয়ে কঙ্গনা অভিযোগের তির ছুড়ে দিয়েছেন করণ জোহরের দিকে। গৌরীর অঙ্গুলি হেলনে নাকি প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন করণ। ধর্মা কর্ণধারের সঙ্গে কঙ্গনার সাপে-নেউলে সম্পর্কের কথা এতদিনে সবার জানা। করণকে ‘বলিউড মাফিয়া’, ‘ফ্ল্যাগ বেয়ারার অফ নেপোটিজম’ বলে হামেশাই বিঁধে থাকেন ‘কুইন’। এবার নাম না করেই কঙ্গনাকে টার্গেট করলেন করণ জোহর।

এদিন ইনস্টায় করণ লেখেন, 'এয়ারপোর্ট হল রানওয়ে… এখানে আজকাল প্রেস কনফারেন্সও হয়… হয়ত এরপর এটা ট্রেলার লঞ্চের ভেনু হয়ে যাবে! (আমার কিছুতেই আপত্তি নেই.. কোনও অভিযোগ নেই… তবে কখনও কখনও বিমান ধরাও ভালোও)।

প্রসঙ্গত, দু-দিন আগেই এয়ারপোর্টে পাপারাৎজিদের উপর চড়াও হন কঙ্গনা। তাঁর প্রশ্ন ছিল, কেন প্রিয়াঙ্কার মন্তব্য নিয়ে কোনও প্রশ্ন উড়ে এল না তাঁর কাছে। অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে কোনও বিতর্ক হলে তো তোমারা খুব প্রশ্ন কর. আজ কি হল? তোমরা দেখছি খুল চালাক’। অনেকের মতেই কঙ্গনাকে বিদ্রুপ করেই এই স্টেটাস লিখেছেন করণ জোহর।

নেপোটিজম বা স্বজনপোষণ নিয়েও এদিন লিখলেন করণ। তাঁর কথায়, ‘ডিওরের ফ্যাশন শো’তে অনেকের লুক আমার দারুণ লাগলো! কিন্তু আবার তাদের কথা বলা যাবে না'। খুব কায়দা করে এদিন ‘মেনশনিং দেম ইজ পারহ্যাপস এ নো’ লাইনটি ইংরাজিতে লেখেন করণ। এই লাইনের চারটি শব্দ ক্যাপিটল লেটারে লেখেন পরিচালক। যা জুড়লে দাঁড়ায় ‘NEPO’। স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ হওয়ার ভয়েই এদিন কারুর প্রশংসা করলেন না, এমনটাই দাবি করণের।

করণ আর কঙ্গনার সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। এমনকি করণের শো ‘কফি উইথ করণ’-এর মঞ্চে বসে পরিচালককে স্বজনপোষণের ধারক ও বাহক বলে বিঁধতে ছাড়েননি কঙ্গনা। পরবর্তীতে বহুবার করণ জোহরকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। এমনকী, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর, করণকে একপ্রকার দোষী সাব্যস্ত করতে উঠেপড়ে লেগেছিলেন কঙ্গনা। তবে কঙ্গনাকে নিয়ে সরাসরি আজ পর্যন্ত মুখ খোলেননি করণ জোহর।

আরও পড়ুন-শাহরুখের সঙ্গে বন্ধুত্ব, প্রিয়াঙ্কাকে একঘরে করেছিলেন করণ জোহর : কঙ্গনা

বক্স অফিসে কঙ্গনার শেষ ছবি ‘ধাকড়’ ধরাশায়ী হয়েছে সম্পূর্ণভাবে। আগামিতে অভিনেত্রীকে দেখা যাবে ‘এমার্জেন্সি’ ছবিতে। এই পিরিয়ড ড্রামায় ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। যদিও এটি ইন্দিরার বায়োপিক নয়। এই ছবি পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা রানাওয়াত।
 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.