হাসপাতালে ভর্তি করণ জোহরের মা। আম্বানিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার, তথা করণের ঘনিষ্ট বন্ধু মণীশ মালহোত্রা। কিন্তু কী হয়েছে হিরু জোহরের?
কী হয়েছে করণ জোহরের মায়ের?
এক পাপারাৎজির তরফে এদিন একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে করণ জোহর এবং মণীশ মালহোত্রা হাসপাতালে ঢুকছেন। রিপোর্টে জানানো হয়েছে মুম্বইয়ের আম্বানি হাসপাতালে ভর্তি আছেন হিরু জোহর।
আরও পড়ুন: বাংলা গানে না, শ্রোতাকে ভৎর্সনা ইমনের! ভিডিয়ো ভাইরাল হতেই বললেন, 'সমানে বিরক্ত করছিল, আবার যদি...'
এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, 'করণ জোহর এবং তাঁর প্রিয় বন্ধু মণীশ মালহোত্রাকে আম্বানি হাসপাতালে দেখা গেল। হিরু জোহরকে দেখতে এসেছিলেন তাঁরা। গতকাল ওঁকে ভর্তি করা হয়েছে। দ্রুত আরোগ্য কামনা করছি ওঁর।' শনিবার বিকেলে করণ জোহর এবং মণীশ মালহোত্রার গাড়িকে হাসপাতালের ভিতর ঢুকতে দেখা যায়।
এদিন আরও একটি ভিডিয়োতে জানানো হয়েছে হিরু জোহর হাসপাতালে ভর্তি হলেও তবে স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই। ভয় পাওয়ার মতো কিছু হয়নি তাঁর। তবে দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। কিন্তু মাকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে, ঠিক কী হয়েছে হিরু জোহরের সেটা এখনও করণ জোহর প্রকাশ্যে আনেননি।
কে কী বলছেন?
এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই অনেকে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সব ভালো হবে। চিন্তা করবেন না।' কেউ আবার লেখেন, 'প্রার্থনা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।' তৃতীয় ব্যক্তি লেখেজ 'শক্ত থাকুন করণ জোহর।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দ্রুত আরোগ্য কামনা করছি।'
প্রসঙ্গত কিছুদিন আগে দীপাবলির সময় ছেলে, দুই নাতি নাতনির সঙ্গে উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গিয়েছিল হিরু জোহরকে। সেই সময়ও তাঁরা মণীশ মালহোত্রার পোশাকেই সেজেছিলেন।