বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar: 'বলি, আমার নাম নিয়ে এসব হচ্ছেটা কী!' রেগে আগুন, বম্বে হাইকোর্টে পৌঁছে গেলেন করণ জোহর

Karan Johar: 'বলি, আমার নাম নিয়ে এসব হচ্ছেটা কী!' রেগে আগুন, বম্বে হাইকোর্টে পৌঁছে গেলেন করণ জোহর

করণ জোহর

করণের দাবি, তাঁর 'ব্র্যান্ড নেম' ব্যবহার করা হয়েছে, সেটা তার সুনাম নষ্টের অভিপ্রায়ে। যেটা আইনত অপরাধ। আর করণ জোহরকে গোটা বিশ্ব চেনে। তিনি নামাজাদা ব্যক্তিত্ব। আর তাই উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাঁর নাম ব্যবহৃত হয়েছে।

বলিউডের প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটর করণ জোহরের সঙ্গে নতুন করে আলাপ করানোর নিশ্চয় কিছুই নেই। এবার সেই করণই বেজায় চটেছেন। কিন্তু কার উপর চটেছেন করণ? হিন্দি ছবি 'শাদি কে ডিরেক্টর করণ অউর জোহর' নির্মাতাদের উপর বেজায় খাপ্পা তিনি। শুধু রেগে যাওয়াই নয়, সোজা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন করণ।

সিনেমার শিরোনামে অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করার কারণেই বেজায় চটেছেন করণ। ১৪ জুন, শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি। তবে করণ ইতিমধ্যে ছবির মুক্তি স্থগিত করার আবেদন করেছেন। এই মামলাটি দায়ের করা হয়েছে ছবির প্রযোজক, ইন্ডিয়াপ্রাইড অ্যাডভাইজরি, সঞ্জয় সিং, লেখক ও পরিচালক বাবলু সিং-এর বিরুদ্ধে। এবিষয়ে করণের আইনজীবী পরাগ খান্দার জানিয়েছেন, ১৩ জুন মামলার শুনানি হবে।

করণ জোহরের অভিযোগ, ছবির শিরোনামে তাঁর নাম ব্যবহার করায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। সাধারণ দর্শকের মনে হতে পারে ছবিটির সঙ্গে তিনিও যুক্ত। আর তাই তিনি এমন ছবির বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন-ডায়েটের কোথায় কী! তেলেভাজা পরোটা আর মশালাদার গোলবাড়ির কষা মাংস দেখে লোভ সামলাতে পারলেন না মধুমিতা

করণ জোহর তাঁর করা মামলার পিটিশনে দাবি করেছেন, ছবির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবুও তাঁর ব্র্যান্ড নাম ব্যবহৃত হয়েছে। আর সেটা অবৈধভাবে। পিটিশনে আরও দাবি করা হয়েছে, ছবির শিরোনামে তাঁর 'ব্র্যান্ড নেম' ব্যবহার করা হয়েছে, সেটা তার সুনাম নষ্টের অভিপ্রায়ে। যেটা আইনত অপরাধ। আর করণ জোহরকে গোটা বিশ্ব চেনে। তিনি নামাজাদা ব্যক্তিত্ব। আর তাই উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাঁর নাম ব্যবহৃত হয়েছে।

এদিকে ১৪ জুন শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছবিটির। ইতিমধ্যেই ছবি ট্রেলার ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্মে প্রকাশিত হয়েছে। এমনকি ছবির পোস্টারও মুম্বই শহর জুড়ে রয়েছে। যদি এধরনের কাজ বন্ধ না করা হয়, এটা চলতেই থাকবে। আর এতে তাঁর সম্মানহানি হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে বলে পিটিশনে জানিয়েছেন করণ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.