বলিউডের অন্যতম বড় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের সম্পর্কের অবস্থা সম্পর্কে অন্তর্দৃষ্টি শেয়ার করেন। তিনি বলেন, যে তিনি এখন আর একজন সঙ্গীর সন্ধান করেন না। যদিও তিনি একটি নতুন সম্পর্কের জন্য সবসময় তৈরি হলেও নিজে থেকে সেই চেষ্টা করছেন না একেবারেই। ফায়ে ডি'সুজার সাথে কথা বলার সময়, করণ তাঁর জীবনে আসা সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, জীবনে "দেড়খানা সম্পর্কের" অভিজ্ঞতা পেয়েছেন। ৫০ বছর বয়স পেরোনোর পরে সাহচর্য খোঁজার থেকে মনোযোগ সরিয়ে নিয়েছেন। যদিও তিনি ৪০ বছর বয়সে এই বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। কেজো প্রকাশ করেছেন যে তিনি জীবনের অনেকটা সময় সিঙ্গেল ছিলেন, আর গোটা জীবনে মাত্র দেড়খানা সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: (‘জেনেশুনে প্রতারক সুকেশের থেকে টাকা নিয়েছেন’, জ্যাকলিন ফার্নান্ডেজকে ফের ডেকে পাঠাল ইডি)
নিজের সিঙ্গেল থাকার বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত ধর্মা প্রোডাকশনের কর্মকর্তা। তিনি জোর দিয়ে বলেন যে তিনি এটি পরিবর্তন করার কোনও পূর্বাভাস দিচ্ছেন না। তাঁর কাছে এখন সঙ্গী খোঁজার চেয়ে তাঁর সন্তান কিংবা মায়ের দায়িত্ব, কর্তব্য পালন করা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি ৪০ বছর বয়সে যে শূন্যতা তিনি অনুভব করেছিলেন, ৫০ বছর বয়সে এসে সেই অনুভুতি আর আসে না। বহু এজেন্সি কিংবা ব্লাইণ্ড ডেটও করেছেন করণ। কিংবা দেশ-বিদেশ জুড়ে বহু নতুন মানুষের সঙ্গে আলাপচারিতও হয়েছে তাঁর, কিন্তু এখন আর সেসব নিয়ে কোনও আগ্রহ আসে না। নিজে থেকে কোনও সম্পর্ক এলে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু জীবনে জোর করে আর কিছু চাপাতে চান না করণ ।
আরও পড়ুন: (ইয়ালিনির জন্মের পর প্রথম, মহালয়ার ভোরে দুর্গা হয়ে ফিরছেন শুভশ্রী! কোন চ্যানেলে?)
মিডডে এর সঙ্গে পূর্ববর্তী কথোপকথনে, করণ তাঁর সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলেন। তিনি প্রকাশ করেছিলেন যে তিনি কোনওদিনই অনেক সম্পর্কে ছিলেন না। তিনি অকপটে স্বীকার করেন, নিজের ৩০ বছর বয়সের সময়ে নিজেকে গ্রহণ করা কিংবা সম্পর্কে তিনি কী চাইছেন বা কেমন ভালোবাসা চাইছেন সে বিষয়ে নিজের কাছেই নিজেকে গ্রহণ করা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং।নিজের লাভ লাইফের থেকেই অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি বানিয়েছিলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল'।
সম্প্রতি করণের ৫২ তম জন্মদিনে, করণ জোহর তাঁর আসন্ন ছবির কথা ঘোষণা করেন। একটি স্ক্রিপ্ট হাতে ধরে, এই চলচ্চিত্র নির্মাতা জানান, তিনি তাঁর এই পরবর্তী প্রোজেক্ট নিয়ে খুব আশাবাদী, যদিও এর শিরোনাম বা কাস্ট নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি