সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরই বিনা মেঘে বজ্রপাত হয় কঙ্গনা রানাওয়াতের জীবনে। কৃষক আন্দোলনকে ‘খালিস্তানি’ বলার কারণে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহিলা সিএসএফ জওয়ান থাটিয়ে থাপ্পড় মারেন অভিনেত্রীকে। ইতিমধ্যেই বহু বলিউড তারকা, ঘটনা নিয়ে নিজেদের মতামত পোষণ করেছেন। কিন্তু করণ জোহর কী বললেন?
কঙ্গনাকে চড় মারার জবাব দিলেন করণ
বুধবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত তাঁর যৌথ প্রযোজনা 'কিল'-এর ট্রেলার লঞ্চে সংবাদমাধ্যমের সামনে ছিলেন করণ জোহর। সেখানেই সংবাদমাধ্যমের এক সদস্য করণকে জিজ্ঞাসা করেছিলেন, কঙ্গনাকে সিআইএসএফ কনস্টেবল চড় মারার বিষয়ে তাঁর প্রতিক্রিয়া কী? করণ এক মুহূর্ত সময় নিয়ে উত্তর দেন, ‘দেখুন, আমি কোনও ধরণের সহিংসতাকে সমর্থন করি না, তা সে মৌখিক হোক বা শারীরিক’। এরপর একটি ধূর্ত হাসি দিয়ে নিজের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
আরও পড়ুন-
কী ঘটেছিল চণ্ডীগড় বিমানবন্দরে?
ভারতীয় জনতা পার্টির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার কয়েকদিন পরেই কঙ্গনা জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) একটি বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে যাওয়ার সময় কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ কনস্টেবল তাঁর মুখে চড় মারেন। কঙ্গনার দাবি, এর কারণ খালিস্তান নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য। পরে কুলবিন্দরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁকে করা হয় গ্রেফতার।
এই ঘটনার পরে, যখন অনেকে কঙ্গনাকে চড় মারার উদযাপন করেছিলেন, তখন সাংবাদিক ফায়ে ডি'সুজা এই হিংসার নিন্দা করেন তাঁর একটি ফেসবুক পোস্টে। দেখা যায় তাতে কঙ্গনার ‘শত্রু’ হৃতিক রোশন, আলিয়া ভাট, জোয়া আখতার, সোনি রাজদান-সহ বহু তারকা লাইক করেন। বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন যে, কঙ্গনার প্রতি তাঁর কোনও ভালবাসা নেই, তবে তিনি তাঁকে নিয়ে হওয়া হিংসার উদযাপনের নিন্দা করছেন।
কঙ্গনা ও করণের ঝামেলা:
কঙ্গনার সঙ্গেও করণ জোহরের ঝামেলা কারওরই অজানা নয়। ২০১৭ সালে করণের নিজের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এসেছিলেন কঙ্গনা আর সইফ আলি খান একসঙ্গে। সেখানেই তাঁকে 'স্বজনপোষণের পতাকাবাহী' বলে কটাক্ষ করেন অভিনেত্রী। এমনকী, বলিউডের মাফিয়া জাতীয় শব্দও ব্যবহার করেছেন বেশ কয়েকবার বিগত বছরগুলিতে। এবারে করণের উত্তরেই বোঝা গেল, সেই অপমান ভোলেননি তিনি। আর তাই তো শাীরিক হিংসের সঙ্গে মৌখিক হিংসেও যে অপছন্দ, তা স্পষ্ট করে দিলেন।