চিত্র পরিচালক করণ জোহর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটির প্রশংসা করলেন এতদিনে। এই ছবিকে ‘আন্দোলন’ (Movement) বলে আখ্যা দিয়েছেন তিনি। সাথে জানিয়েছেন নতুন পরিচালকদের শেখা উচিত কীভাবে কোনও বিষয়কে তুলে ধরতে হয়। বিবেক অগ্নিহোত্রির এই ছবি মুক্তি পেয়েছে ১১ মার্চ। বক্স অফিসেও ছবি বেশ সফল, ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে।
Galatta Plus-কে করণ জোহর নিজের সাক্ষাৎকারে বলেন, ‘কাশ্মীর ফাইলস ছবিটি হয়তো আর পাঁচটা সিনেমার মতো অনেক বাজেট নিয়ে বনানো হয়নি। কিন্তু কস্ট-টু-প্রফিট-এর হিসেবে এটা ভারতের ইতিহাসে ভারতের অন্যতম লাভজনক সিনেমা হিসেবে। আমি বক্স অফিস ইন্ডিয়ার একটা রিপোর্টে পড়লাম ১৯৭৫ সালের জয় সন্তোষী মা-র পর এত বড় মুভমেন্ট আর হয়নি।’
ছবির বিষয় নিয়ে করণ বলেন, ‘তোমাকে এটা মানতেই হবে ছবিতে এমন কিছু আছে যার সাথে গোটা দশের মানুষ কানেক্ট করেছে। জানার জন্যও তোমায় দেখতে হবে। এটাকে গ্রহণ করার জন্য, জানার জন্য দেখতে হবে। এটা আর একটা ছবি নেই, এটা একটা বিপ্লবের মুখ হয়ে দাঁড়িয়েছে।’
প্রসঙ্গত, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রথমদিকে বলিউড থেকে কোনো প্রতিক্রিয়াই আসেনি সেভাবে অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, ইয়ামি গৌতমের থেকে ছাড়া। আর এই নিয়েই নিজোর ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। কঙ্গনা তাঁর ইনস্টা স্টোরিতে সেই সময় লিখেছিলেন, ‘আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন দ্য কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে বলিউডের নিস্তব্ধতা। ছবিটি শুধু ভালো ব্যবসা করছে না, এক দুর্দান্ত বিষয় উপহার দিয়েছে। ছবির বাজেট ও ছবি থেকে আয় নিসন্দেহে একটা বড় কেস স্টাডি হতে চলেছে… বুলিউড (বলিউডকে এভাবে ব্যঙ্গ করে বলে থাকেন তিনি) আসলে মানসিকভাবে আঘাত পেয়েছে। তাই গোটা দুনিয়া প্রশংসা করছে কিন্তু একটা আওয়াজ আসছে না এদের থেকে।’