বাংলা নিউজ > বায়োস্কোপ > মঙ্গলবার আলিবাগে জন্মদিনের পার্টি করতে পারেন করণ জোহর, কারা হবেন অতিথি?

মঙ্গলবার আলিবাগে জন্মদিনের পার্টি করতে পারেন করণ জোহর, কারা হবেন অতিথি?

করণ জোহর। 

দেখে নিন করণ জোহরের জন্মদিনের পার্টিতে কে কে থাকতে পারেন অতিথি হিসেবে!

আগামীকাল মঙ্গলবার ৪৯ বছরে পা দেবেন করণ জোহর। শোনা যাচ্ছে, আলিবাগের ফার্ম হাউজে তারখাখচিত পার্টি দিতে চলেছেন বলিউডের এই পরিচালক-প্রযোজক। আপাতত গোটা মহারাষ্ট্রে লকডাউন। তাই নিজের বান্দ্রার ফ্ল্যাটে নয়, জানা গিয়েছে করণ জোহর জন্মদিনের পার্টি করবেন আলিবাগে। 

করণ জোহরের ঘনিষ্ট বলি তারকাদের উপস্থিতিতেই এই পার্টি হবে বলে মনে করা হচ্ছে। থাকতে পারেন রণবীর কাপুর, আলিয়া ভাট, মালাইকা আরোরা, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডের মতো তারকারা। সদ্য কোভিড নেগেটিভ হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই তিনি ও রণবীর সিং উপস্থিতে থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, ছোট ছেলের কথা মাথায় রেখে করোনার ভয়ে পার্টিতে নাও যোগ দিতে পারেন করিনা কাপুর খান। 

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে তারকাদের কাছে। আজ রাত থেকেই একে-একে হাজির হবেন আলিবাগে অর্জুন কাপুরের ফার্মহাউজে। মাঝ রাত থেকে শুরু হবে KJO-র বার্থ ডে সেলিব্রেশন।

বন্ধ করুন