বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar: 'আমার সাহসী মা', মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কাকে ভয় পাওয়ার কথা লিখলেন করণ?

Karan Johar: 'আমার সাহসী মা', মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কাকে ভয় পাওয়ার কথা লিখলেন করণ?

হিরু জোহরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্ট করণের

Karan Johar: করণ জোহরের মা হিরু জোহর ৮০ বছরে পা দিলেন। মায়ের জন্মদিন উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে একটি মিষ্টি বার্তা লিখলেন পরিচালক।

করণ জোহরের মা হিরু জোহর ৮০ বছরে পা দিলেন। সেই উপলক্ষ্যে ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে একটি মিষ্টি বার্তা লিখলেন পরিচালক। তাঁর উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানালেন তাঁর মাকে।

এদিন তিনি তাঁর ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'আমার সাহসী, প্রানবন্ত মা আজ ৮০ বছরে পা দিলেন। উনিই আমায় শিখিয়েছেন কী করে ভালোবাসতে হয়। নিজে যেটা বিশ্বাস করি কী করে সেটার জন্য লড়াই করতে হয়। আমি যদি ঠিক করি আমি কখনই তার জন্য ক্ষমা চাই না বা এক্সপ্লেন করি না। আমি যেটা নই সেটা কখনই হওয়ার বা দেখানোর চেষ্টা করি না। উনিই আমার বিবেক, উনিই আমার ফ্যাশন পুলিশ।'

তিনি আরও জানান, এখনও নাকি তিনি তাঁর মাকে ভয় পান! পরিচালক তাঁর এই পোস্টে আরও লেখেন, 'আর উনিই হলেন একমাত্র ব্যক্তি যাঁকে আমি আজও ভয় পাই। মা আমি তোমায় ভীষণ ভালোবাসি। আমি তোমায় ছাড়া রুহি এবং যশকে মানুষ করতে পারতাম না। আমার মা আমার হিরো।'

এই পোস্টে তাঁর এবং তাঁর মায়ের একাধিক সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেন করণ। কেকের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।

অনেকেই তাঁর এই পোস্টে তাঁর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী অনন্যা পাণ্ডে লেখেন, 'শুভ জন্মদিন হিরু আন্টি।' সইফ আলি খানের বোন সাবা পতৌদি লেখেন, 'মাশাআল্লাহ। হিরু আন্টিকে ৮০ তম জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।' মল্লিকা আরোরাও তাঁকে এদিন শুভেচ্ছা জানান।

আগামীতে করণ জোহর পরিচালিত রকি অর রানি কী প্রেম কাহানি মুক্তি পেতে চলেছে। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং এবং আলিয়া ভাটকে। সঙ্গে শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনকেও দেখা যাবে। সম্প্রতি এই ছবির শ্যুটিং শেষ হল।

বন্ধ করুন